পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তইমুরের ন্যানির পারিশ্রমিক সম্পর্কে কী বললেন করিনা ? - তইমুর ন্যানি পারিশ্রমিক

কানাঘুষো শোনা যাচ্ছে যে তইমুরের দেখভালের জন্য যে মহিলাকে রেখেছেন সইফ-করিনা তাঁর পারিশ্রমিক প্রতি মাসে দেড় লাখ টাকা । তবে এ নিয়ে কোনও মন্তব্য করেননি তারকা দম্পতি ।

fg
dfg

By

Published : Jan 10, 2020, 9:54 AM IST

মুম্বই : সিনেমা, প্রোমোশন, শুটিং সব নিয়ে খুবই ব্যস্ত করিনা কাপুর খান । এই ব্যস্ততার মাঝে প্রতি মুহূর্তে ছেলেকে সময় দেওয়া তাঁর পক্ষে সম্ভব হয় না । আর সেই কারণেই তইমুরকে দেখার জন্য এক মহিলাকে রেখেছেন সইফ-করিনা । শোনা যাচ্ছে তাঁর পারশ্রমিক প্রতি মাসে দেড় লাখ টাকা । যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি সইফ বা করিনা কেউই । শুধু এই বিষয়ে আলোচনা করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন করিনা ।

তইমুরের সঙ্গে বেশিরভাগ সময়ই ওই মহিলাকে দেখতে পাওয়া যায় । সেটা শুটিং ফ্লোর থেকে শুরু করে কোথাও ঘুরতে যাওয়া সব সময়ই তইমুরের পাশে পাশে থাকেন তিনি । কিছুদিন আগে একটা গুজব ছড়িয়ে পড়ে । বলা হয়েছিল, তইমুরের দেখভালের জন্য যাঁকে রাখা হয়েছে তাঁর পারিশ্রমিক প্রতি মাসে দেড় লাখ টাকা । যদিও এই গুজবের সত্যতা জানতে রীতিমতো খোঁজ খবর নেওয়া শুরু করে দেয় অন্য সংবাদমাধ্যমগুলি ।

তবে এ নিয়ে কোনও মন্তব্য করেননি এই তারকা দম্পতি । কিন্তু, সেখানেই থেমে থাকেনি সংবাদমাধ্যমগুলি । সম্প্রতি একটি সাক্ষাৎকারে তইমুরের ন্যানির পারিশ্রমিক সম্পর্কে যে গুজব শোনা যাচ্ছে তা সত্যি কি না জিজ্ঞাসা করা হয় করিনাকে । তার উত্তরে করিনা বলেন, "সত্যি ? কিন্তু, বিষয় নিয়ে আমি কোনও আলোচনা করতে চাই না ।"

কাজের দিক থেকে এখন আপাতত 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন করিনা । সেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । এছাড়াও একাধিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে । মার্চেই মুক্তি পাবে 'আংরেজ়ি মিডিয়াম'। সেখানে ইরফান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি । এরপর করণ জোহরের ছবি 'তখত' রয়েছেন তাঁর হাতে ।

ABOUT THE AUTHOR

...view details