মুম্বই : সিনেমা, প্রোমোশন, শুটিং সব নিয়ে খুবই ব্যস্ত করিনা কাপুর খান । এই ব্যস্ততার মাঝে প্রতি মুহূর্তে ছেলেকে সময় দেওয়া তাঁর পক্ষে সম্ভব হয় না । আর সেই কারণেই তইমুরকে দেখার জন্য এক মহিলাকে রেখেছেন সইফ-করিনা । শোনা যাচ্ছে তাঁর পারশ্রমিক প্রতি মাসে দেড় লাখ টাকা । যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি সইফ বা করিনা কেউই । শুধু এই বিষয়ে আলোচনা করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন করিনা ।
তইমুরের সঙ্গে বেশিরভাগ সময়ই ওই মহিলাকে দেখতে পাওয়া যায় । সেটা শুটিং ফ্লোর থেকে শুরু করে কোথাও ঘুরতে যাওয়া সব সময়ই তইমুরের পাশে পাশে থাকেন তিনি । কিছুদিন আগে একটা গুজব ছড়িয়ে পড়ে । বলা হয়েছিল, তইমুরের দেখভালের জন্য যাঁকে রাখা হয়েছে তাঁর পারিশ্রমিক প্রতি মাসে দেড় লাখ টাকা । যদিও এই গুজবের সত্যতা জানতে রীতিমতো খোঁজ খবর নেওয়া শুরু করে দেয় অন্য সংবাদমাধ্যমগুলি ।