চণ্ডীগড় : গোটা সপ্তাহের ক্লান্তি দূর করে রবিবার । ফলত বেশিরভাগ মানুষেরই দিনটা কাটে একটু ঢিলেমি করে । যদিও তইমুর আলি খানের ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা । আজ সকাল থেকেই খুবই ব্যস্ত ছিল সে । সারাদিন মাঠের মধ্যে দাঁড়িয়ে সবজি তোলা । সেগুলিকে রেস্তোরাঁয় নিয়ে যাওয়া । কত কাজ !
অবাক লাগলেও এটাই সত্যি । আজ সকাল থেকে এই কাজ নিয়েই ব্যস্ত ছিল তইমুর । বিষয়টা একটু খোলসা করা যাক । আসলে 'লাল সিং চাড্ডা'-র শুটিং নিয়ে ব্যস্ত করিনা কাপুর খান । চণ্ডীগড়ে চলছে শুটিং । মায়ের সঙ্গে বেশিরভাগ জায়গাতেই দেখতে পাওয়া যায় তইমুরকে । এখানেও তার ব্যতিক্রম হয়নি । মায়ের সঙ্গে চণ্ডীগড় পৌঁছায় সেও । আজ সকালে শেফ বিজয় চৌহানের সঙ্গে ফার্মে যায় তইমুর । হাতে কাঁচি ও অ্যাপ্রন পরে শেফের সঙ্গে ঘুরে ঘুরে ফার্ম থেকে বিভিন্ন সবজি তোলে । কোন সবজি কীভাবে কাটতে হবে সেটা শেফের থেকে বুঝেও নিতে দেখা গেছে তাকে । পরে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেন বিজয় চৌহান । ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়োগুলি ।