চণ্ডীগড় : মুম্বই নয়, এখন চণ্ডীগড়ে রয়েছে খুরানা পরিবার । সেখানে এতদিন আয়ুষ্মানের শুটিং চলছিল । আর সেই সুযোগে তাহিরাও ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের সঙ্গে লম্বা ছুটি কাটাচ্ছিলেন । শীতকালটা তাই চণ্ডীগড়ের হাড় হিম করা ঠান্ডাতেই কাটছে দু'জনের ।
'চণ্ডীগড় করে আশিকী'-র শুটিং চলাকালীন বাড়ি ফেরেননি আয়ুষ্মান । কোরোনার কথা মাথায় রেখে পুরো টিমের সঙ্গে হোটেলে ছিলেন তিনি । সম্প্রতি এই স্পোর্টস ড্রামার শুটিং শেষ হয়েছে । তাই বাড়ি ফিরেছেন অভিনেতা ।