পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Ayushmann Khurrana: বার্থ ডে বয় আয়ুষ্মানের সঙ্গে কীভাবে হল ছোট্টবেলার প্রেম, জানালেন স্ত্রী তাহিরা - Ayushmann Tahira Love story

আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) জন্মদিনে তাঁর সঙ্গে প্রেমে পড়ার গল্প প্রকাশ্যে আনলেন স্ত্রী তাহিরা কাশ্যপ (Tahira Kashyap)৷ তাঁদের ছেলেবেলার একটি ছবি পোস্ট করে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানালেন আয়ুষ্মানকে ৷

Ayushmann Khurrana
Ayushmann Khurrana

By

Published : Sep 14, 2021, 10:38 PM IST

মুম্বই, 14 সেপ্টেম্বর: আজ 37-এ পড়লেন বলিউডের অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) ৷ এই বিশেষ দিনে তাঁকে নস্ট্যালজিক করে দিলেন স্ত্রী তাহিরা কাশ্যপ (Tahira Kashyap)৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর ও আয়ুষ্মানের বহু পুরনো একটি ছবি পোস্ট করেছেন তাহিরা ৷ যখন তাঁদের বয়স ছিল মাত্র 19 ৷

ইনস্টাগ্রামে তাহিরা কাশ্যপ যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে সোনালি এমব্রয়ডারি করা কালো কুর্তা পরেছেন আয়ুষ্মান খুরানা ৷ তাঁর চোখে হাফ রিমের চশমা, আর মুখে এক গাল হাসি ৷ তাহিরার পরনে রয়েছে গাঢ় নীল রঙের একটি স্য়ুট ৷ দু‘জনকেই দারুণ খুশি দেখাচ্ছে এই ছবিতে ৷

ছবিটির ক্যাপশনে আয়ুষ্মান-পত্নী লিখেছেন, "আমরা তখন 19 ! তোমার ফ্রেম, বাইক, ম্যাচিং সোয়েটার ও মাফলারে তোমাকে বেশ ভাল লেগেছিল ৷ তবে যখন তুমি হাতে গিটার তুলে নিয়ে আমার জন্য একটা গান গাইলে, তখনই হৃদয় জয় করে নিলে ৷ তুমি সবসময়ই শিল্পের প্রতি অনুরক্ত, যেটা আমায় আরও অনুপ্রেরণা জুগিয়েছিল ৷ গত কয়েক বছরে কাজ ও জীবনের প্রতি তোমার সেই পবিত্রতা ও উদ্দীপনা একই থেকে গিয়েছে ৷ তুমিই আমার সবচেয়ে বড় ভরসার মানুষ ও আমার চিয়ার লিডার ৷ তোমার মতো আমি অতটা রোম্যান্টিক নই ৷ তবে তোমাকে এটা বলতে চাই যে, তোমার সঙ্গে জীবন অপূর্ব এবং এখনও তোমার থেকে অনেক কিছু শিখে যাচ্ছি ৷ হ্যাপি বার্থ ডে উম ৷"

আরও পড়ুন:Kangana Ranaut: জাভেদ আখতারের মামলায় হাজিরা না-দিলে কঙ্গনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এই পোস্টের কমেন্ট বক্সে 'বধাই হো' স্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সেলিব্রিটিরা ৷ হুমা কুরেশি থেকে শুরু করে টিসকা চোপড়া, ভূমি পেদনেকর, সোনালি বেন্দ্রে-সহ আরও অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ ছোট্টবেলার প্রেম আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপের ৷ 2008 সালের নভেম্বর মাসে তাঁদের বিয়ে হয় ৷ তাঁদের দুই সন্তান ৷ 9 বছরের পুত্রের নাম বিরাজবীর ও 7 বছরের কন্যার নাম ভরুষ্কা ৷

আরও পড়ুন:Parambrata Ritabhari :ঋতাভরীই কি পরম-সুন্দরী ? ঘনিষ্ঠ ছবি ঘিরে সরগরম নেটপাড়া

কর্মক্ষেত্রে বেশ কয়েকটি ফিল্ম রয়েছে আয়ুষ্মান খুরানার হাতে ৷ আগামী দিনে ডক্টর জি, চণ্ডিগড় করে আশিকি, গুগলি, ছোটি সি বাত ও অ্যানেক-সহ বেশ কয়েকটি ফিল্মে দেখা যাবে তাঁকে ৷ আমাদের তরফেও আয়ুষ্মানের জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা ৷

ABOUT THE AUTHOR

...view details