মুম্বই : অভিনেতার পরিবারের লোক হওয়া মুখের কথা নয় । নিজের প্রিয় মানুষকে কোনও বিশেষ চরিত্রে মেনে নেওয়া সহজ না-ও হতে পারে । যেমন আয়ুষ্মানের সমকামী চরিত্রে অভিনয় করা নিয়ে সমস্যা হতে পারত তাঁর পরিবারের, বিশেষ করে তাঁর 8 বছরের ছেলের । কিন্তু, একেবারেই তা হল না । বাচ্চা হলে কী হবে ? যথেষ্ট পরিণত আয়ুষ্মানের ছেলে বিরাজবীর খুরানা । সোশাল মিডিয়ার মাধ্যমে জানালেন তাহিরা ।
ছবিতে আয়ুষ্মানের চরিত্রের সঙ্গে ছেলেকে একটু পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন তাহিরা, যাতে মুক্তির পর কোনও প্রতিক্রিয়া না হয় ছোট্টো বিরাজবীরের । তাহিরা লিখেছেন, "আমি ওকে জিজ্ঞাসা করলাম সমকামী বা গে শব্দের মানে ও জানে কিনা । ও জানত ।"