পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রকাশ্যে 'জওয়ানি জানেমন'-এ এই অভিনেত্রীর ফার্স্ট লুক - জওয়ানি জানেমন

নিতীন কক্কর পরিচালিত ছবি 'জওয়ানি জানেমন'-এ এই লুকেই থাকবেন বলিউডের অন্যতম পরিচিত এই অভিনেত্রী। দেখুন তো চিনতে পারেন কিনা? নেটিজেনদের মতে ইনি করিনা বা দীপিকার মধ্যে কেউ একজন।

বলিউড

By

Published : Jul 25, 2019, 9:23 PM IST

মুম্বই : দু'দিন আগেই ছবিটা এসেছিল সোশাল মিডিয়ায়। তবে অন্য ক্যাপশনে। সেলেব্রিটি স্টাইলিস্ট সনম রতনসি ছবিটি শেয়ার করে লিখেছিলেন, "আন্দাজ করুন কে?" দু'দিন পর বোঝা গেল সেটা আসলে 'জওয়ানি জানেমন' ছবিতে তাব্বুর ফার্স্ট লুক ছিল।

আজ তাব্বু আরও একটি ছবি শেয়ার করে অফিশিয়ালি প্রকাশ্যে আনলেন তাঁর লুক। সেখানে তাঁর মুখটা দেখা গেল প্রথমবার। বোঝা গেল যে, দু'দিন আগে শেয়ার হওয়া ছবিটি আসলে তাব্বুরই ছিল।

'জওয়ানি জানেমন' ছবিতে তাব্বুর সঙ্গে দেখা যাবে সইফ আলি খানকে। ১৯৯৯ সালে 'হম সাথ সাথ হ্যায়' ছবিতে তাঁদের শেষ দেখা গেছিল। কেটে গেছে ২০ বছর। এত বছর পরে তাব্বুর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত সইফও।

ছবিটি এই বছরই ২৯ নভেম্বর মুক্তি পাওয়ার কথা।

ABOUT THE AUTHOR

...view details