মুম্বই : এই বছরটা তাপসী পান্নুর জন্য খুবই ভালো । একের পর এক ছবিতে সই করছেন তিনি । একাধিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে । আজ সামনে এসেছে তাঁর আরও একটি ছবির খবর । ছবির নাম 'লুপ লাপেটা'। সেখানে তাহির রাজ ভাসিনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।
এই ছবি আসলে জার্মান ছবি 'রান লোলা রান'-এর হিন্দি রিমেক । 1998 সালে মুক্তি পেয়েছিল 'রান লোলা রান'। পরিচালনা করেন টম টেকার । হিন্দিতে ছবিটি পরিচালনা করবেন আকাশ ভাটিয়া । আর এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর । ছবিটি প্রযোজনা করবে সোনি পিকচার্স ফিল্মস ইন্ডিয়া, এলিপসিস এন্টারটেনমেন্ট ও আয়ুষ মহেশ্বরী ।
সোনি পিকচার্স ফিল্মস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিবেক কৃষ্ণানি বলেন, "এই ছবির জন্য আমরা সেরা তারকাদের পেয়েছি । স্ক্রিপ্টে প্রাণ দেবেন তাঁরা । আর এই সংস্থা সব সময় নতুন তারকা, পরিচালকদের সঙ্গে কাজ করতে চায় । আকাশ ভাটিয়াও অসাধারণ ।"