পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

2020-র মাঝামাঝিতে শুরু হবে 'শাবাস মিথু'-র শুটিং - তাপসী পান্নু

আগামী বছরের শুরুতেই ছবির জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করবেন তাপসী । তারপর বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে শুটিং । পরিচালনায় রাহুল ঢোলাকিয়া ।

f
gf

By

Published : Dec 9, 2019, 11:24 PM IST

মুম্বই : ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকে অভিনয় করতে চলেছেন তাপসী পান্নু । ছবির নাম 'শাবাস মিথু'। 2020 সালের মাঝে শুরু হবে ছবির শুটিং । একথা জানিয়েছেন তাপসী নিজেই ।

ছবিতে মিতালির চরিত্রে অভিনয় করবেন তিনি । তার জন্য রীতিমতো কসরতও করছেন । এমনকী, একের পর এক কভার ড্রাইভ মারাও শিখছেন তিনি । ছবি সম্পর্কে বলেন, "এটা যে কঠিন হবে সেটা আমি জানি । আমি ক্রিকেট খেলা দেখি । কিন্তু, কখনও খেলিনি । তাই এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ । মিতালি বলেছে যে আমি কেমনভাবে কভার ড্রাইভ মারি সেটা ও দেখতে চায় ।"

আগামী বছরের শুরুতেই ছবির জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করবেন তাপসী । তারপর বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে শুটিং । পরিচালনায় রাহুল ঢোলাকিয়া ।

3 ডিসেম্বর মিতালি রাজের জন্মদিন ছিল । ওই দিন মিতালির সঙ্গে দেখা করেন তাপসী । এরপর নিজের টুইটার হ্যান্ডেলে মিতালির জন্মদিনের বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি । ছবির ক্যাপশনে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি লেখেন, "তোমার জন্য আমরা যথেষ্ট গর্বিত । অনস্ক্রিনে তোমার চরিত্র ফুটিয়ে তুলব ভেবে আমি খুবই আনন্দিত । জন্মদিনে তোমাকে কোন উপহার দেব আমি জানি না । কিন্তু, প্রতিজ্ঞা করছি যে তোমার চরিত্র ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করব । যা দেখে তুমি গর্ববোধ করবে ।"

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাপসীর 'ষান্ড কি আঁখ' ছবিটি । সেখানে ভূমি পেদনেকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । এছাড়াও 2019-এ 'বদলা', 'গেম ওভার', 'মিশন মঙ্গল'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন ।

শোনা যাচ্ছে আপকামিং 'সিয়া জিয়া' ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন তাপসী । প্রযোজনায় থাকবেন সঞ্জয় লীলা বনশালি । এই ছবি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তাপসী বলেন, "আগে তো ওই ছবিতে সই করতে দিন । তারপর ছবি সম্পর্কে বলব । না হলে আমার খুব ভয় করে ।"

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details