পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Thappad : কানস লায়নস সিলভার পেল তপসী পান্নুর 'থাপ্পড়' - মোস্ট রিপোর্টেড ট্রেলার

এই দৃশ্য ছবির দ্বিতীয় ট্রেলারের একটি অংশ যা প্রচারের উদ্দেশ্য ছিল ঘরোয়া হিংসার বিরুদ্ধে সমাজকে সচেতন করা ৷ আর এটিই ছবির মূল প্রেক্ষাপট ৷ কানস লায়নস ইন্টারন্যাশানল ফেস্টিভাল অনুযায়ী এই ট্রেলারটি 4 লাখেরও বেশি বার রিপোর্ট করা হয়েছে এবং এটি প্রকাশের 26 ঘণ্টার মধ্যে ইউটিউব এটি সরিয়ে নেয় ৷

কানস লায়নস সিলভার পেল তপসী পান্নুর 'থাপ্পড়'
কানস লায়নস সিলভার পেল তপসী পান্নুর 'থাপ্পড়'

By

Published : Jun 25, 2021, 9:30 AM IST

মুম্বই, 25জুন :তপসী পান্নু (Taapee Pannu) অভিনীত 'থাপ্পড়' এবার জায়গা করে নিল 'কানস লায়নস উইনার'( Cannes Lions winners) এর তালিকায় ৷ এই অনুষ্ঠানের তৃতীয় দিনে 'মোস্ট রিপোর্টেড ট্রেলার' এর জন্য রূপোর পদক পেল এই ছবি ৷ বুধবার ছবির পরিচালক অনুভব সিনহা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই খবর শেয়ার করেন ৷ সেই সঙ্গে ডিজিটালি এই ফলাফল ঘোষণার একটি ভিডিয়ো পোস্ট করেন ৷

এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, "থাপ্পড় কানস লায়নস সিলভার পেয়েছে সব থেকে বেশি রিপোর্টেড ট্রেলার ক্যাম্পেন-এর জন্য ৷ কি দারুন জন্মদিনের উপহার ৷ @triggerhappyentertainment #AmitChandrra জিন্দাবাদ!!!"

এই ছবির প্রচারের সময় সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে ছবির একটি দৃশ্য দেখানো হয়েছিল, যেখানে নায়ক (পাভেল গুলাটি) তাঁর স্ত্রীকে (তপসী পান্নু) বাড়িতে এক অনুষ্ঠান চলাকালীন অতিথিদের সামনে থাপ্পড় মারে ৷

এই দৃশ্য ছবির দ্বিতীয় ট্রেলারের একটি অংশ যা প্রচারের উদ্দেশ্য ছিল ঘরোয়া হিংসার বিরুদ্ধে সমাজকে সচেতন করা ৷ আর এটিই ছবির মূল প্রেক্ষাপট ৷ কানস লায়নস ইন্টারন্যাশানল ফেস্টিভাল অনুযায়ী এই ট্রেলারটি 4 লাখেরও বেশি বার রিপোর্ট করা হয়েছ এবং এটি প্রকাশের 26 ঘণ্টার মধ্যে ইউটিউব এটি সরিয়ে নেয় ৷

আরও পড়ুন : সাতসকালে ঘোড়সওয়ারিতে ব্যস্ত কঙ্গনা, দিলেন পশুপ্রেমের বার্তা

ব্লকবাস্টার ছবি 'থাপ্পড়'-এর জন্য তপসী পান্নুর ঝুলিতে এসেছে সেরা অভিনেত্রী-সহ বহু পুরস্কার ৷ এই ছবিতে তাপসীকে এক গৃহবধূর চরিত্রে দেখা গিয়েছে ৷ ভালবাসা এবং সম্পর্কের নামে যে ঘরোয়া হিংসা প্রতিনিয়ত নারীদের সহ্য করে হয় তার বিরুদ্ধে এই গৃহবধূ কীভাবে রুখে দাঁড়ালেন তাই এই ছবির প্রেক্ষাপট ৷

ABOUT THE AUTHOR

...view details