পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মধ্যপ্রদেশে 3 মাসের জন্য করমুক্ত 'থাপ্পড়' - থাপ্পড়

তিন মাসের জন্য মধ্যপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হল 'থাপ্পড়'-কে । ছবির বিষয়বস্তু ও সেখানে যে মেসেজ দেওয়া হয়েছে তা দেখার পরই ছবির থেকে SGST (স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স) তোলার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্টের এক আধিকারিক ।

মব
মন

By

Published : Feb 25, 2020, 10:47 PM IST

ভোপাল : তিন মাসের জন্য মধ্যপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হল 'থাপ্পড়'-কে । 28 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি । তার মাত্র কয়েকদিন আগেই রাজ্য সরকারের তরফে ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয় ।

ছবির বিষয়বস্তু ও সেখানে যে মেসেজ দেওয়া হয়েছে তা দেখার পরই ছবির থেকে SGST (স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স) তোলার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্টের এক আধিকারিক । সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সেও ছবির টিকিটের উপর থেকে SGST না নেওয়ার কথা বলা হয়েছে ।

পারিবারিক হিংসার ছবি তুলে ধরা হয়েছে 'থাপ্পড়'-এ । ছবিতে এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের মহিলার চরিত্রে দেখা যাবে তাপসীকে । যে স্বামী, পরিবার নিয়ে সুখে ছিল । হঠাৎ একটা থাপ্পড় সব কিছু বদলে দেয় । আর সেই 'থাপ্পড়'-এর বিরুদ্ধেই ছবিতে রুখে দাঁড়াবেন তাপসী ।

এর আগে দীপিকা পাডুকোনের 'ছপাক' ছবিকেও করমুক্ত ঘোষণা করা হয়েছিল মধ্যপ্রদেশে । 5 জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখে কাপড় বেঁধে হামলা চালায় একদল দুষ্কৃতী । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ুয়া ও শিক্ষকদের উপর হামলা চালায় তারা । জখম হন বেশ কয়েকজন । এই ঘটনার প্রতিবাদে সবর হয় বলিউডের একাধিক তারকা । পড়ুয়াদের পাশে দাঁড়ান তাঁরা । এরপর জখম পড়ুয়াদের দেখতে বিশ্ববিদ্যালয়ে যান দীপিকা । পড়ুয়াদের সঙ্গে কথাও বলেন । তবে তাঁর এই পদক্ষেপকে মোটেই ভালো ভাবে নেয়নি BJP-র একাংশ । কেউ বলেন শুধুমাত্র প্রচারের জন্য সেখানে যান দীপিকা । আবার কেউ তাঁর ছবি বয়কটের ডাকও দেন । যদিও দীপিকার এই পদক্ষেপকে সমর্থন জানান বলিউডের একাধিক তারকা । তাঁর পাশে দাঁড়ায় কংগ্রেস সহ একাধিক বিরোধী দলগুলি । এরপরই কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ সহ ছত্তিশগড় ও রাজস্থানেও 'ছপাক'-কে করমুক্ত ঘোষণা করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details