মুম্বই : তাপসী পান্নু পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন । এই কথা সবাই জানেন । বুদ্ধিমতী ও পড়ুয়া তাপসী ক্লাসের হেড গার্ল হিসেবে শপথও নিয়েছিলেন স্কুল জীবনে । সেই থ্রোব্যাক ছবি শেয়ার করলেন তাপসী ।
অভিনেত্রী লিখেছেন, "থ্রোব্যাক, যেই ছবি আমায় কিছুটা গর্বিত করে আর কিছুটা অস্বস্তিতে ফেলে দেয় । আমার কাছে তখন পারফেক্ট হওয়া মানে ছিল স্কুলের হেড গার্ল হওয়া । সেদিন আমার সেই স্বপ্ন পূরণ হয়েছিল ।"