মুম্বই : 'হসিন দিলরুবা' ছবিতে রানি কাশ্যপের চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু । এমন একটি চরিত্র যেটি সারাজীবন ধরে উপভোগ করবেন অভিনেত্রী । ছবির শুটিং শেষে রানিকে মিস করছেন তিনি ।
ফিল্ম সেটে তোলা একটি ছবি শেয়ার করেছেন তাপসী । বেশ একটা মজার মুহূর্ত তুলে ধরা হয়েছে সেখানে । ফিল্মের সেটে হেসে কুটোপাটি খাচ্ছেন অভিনেত্রী । কারণটা কী সেটা তাপসীরও মনে নেই এখন । ঝাপসা হলেও তাঁর পিছনে বিক্রান্তকে দেখা যাচ্ছে ছবিতে ।