মুম্বই : তাপসী পান্নুর আপকামিং ছবি 'থাপ্পড়'। ছবিটি নিয়ে তিনি খুবই আশাবাদী । নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে ছবিটি । সম্প্রতি কিডস চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বছর শুরু হচ্ছে 'থাপ্পড়' দিয়ে । দেখা যাক কতটা জোরে লাগে ।" মজার ছলেই একথা বলেন তিনি ।
আগামী বছর 28 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'থাপ্পড়'। পরিচালনায় অনুভব সিনহা । এই ছবি নিয়ে খুবই আশাবাদী তাপসী । এর পাশাপাশি আগামীবছর তাঁর প্রায় চার থেকে পাঁচটি ছবি মুক্তি পাবে । বলেন, "আমার চার থেকে পাঁচটি ছবি মুক্তি পাবে আগামী বছর । 'থাপ্পড়' দিয়ে বছর শুরু হতে চলেছে । এখন দেখার যে সেটা কতটা জোরে লাগে ।"
এই প্রথমবার কিডস চয়েস অ্যাওয়ার্ডে অংশ নিয়েছেন তাপসী । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলিতে কী হয় তা আমার জানা ছিল না । এবার এখানে এসে তা জানতে পারলাম । ডেবিউট্যান্ট হিসেবে এখানে এসেছিলাম ।"