মুম্বই : কঙ্গনা রানাওয়াত আর তাপসী পান্নুর কথার লড়াইতে সরগরম নেট দুনিয়া । কিন্তু, এই লড়াই আর টেনে নিয়ে যেতে পারছেন না তাপসী । তিনি বুঝতে পারছেন না কঙ্গনা আসলে কী বলতে চাইছেন ।
কঙ্গনার একটি থ্রোব্যাক ইন্টারভিউ শেয়ার করেছেন তাপসী । সেখানে কঙ্গনার মুখে মহেশ ভাটের প্রশংসা । সেখানে তিনি বলছেন, "কে কোন পরিবার থেকে এসেছে সেটা ম্যাটার করে না । একবার তোমার ফিল্ম রিলিজ় হয়ে গেলে পুরোটাই দর্শকের উপর নির্ভর করে । তবে প্রথম ব্রেক পাওয়াটাই কঠিন ।"