পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এক সময় মহেশ ভাটের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কঙ্গনা, অবাক তাপসী - তাপসী পান্নুর খবর

বিভিন্ন সময় কঙ্গনা রানাওয়াতের বিভিন্ন বক্তব্য । ক্যারিয়ারের শুরুতে নেপোটিজ়ম নিয়ে তাঁর একরকমের বক্তব্য ছিল আর এখন একেবারে উলটো বক্তব্য তাঁর । এই বিষয়টি নিয়ে কনফিউজ়ড তাপসী পান্নু । তাই কঙ্গনার সঙ্গে তাঁর এই লড়াই শেষ করতে চান তিনি ।

taapsee pannu wants to sihn out
taapsee pannu wants to sihn out

By

Published : Jul 21, 2020, 7:27 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াত আর তাপসী পান্নুর কথার লড়াইতে সরগরম নেট দুনিয়া । কিন্তু, এই লড়াই আর টেনে নিয়ে যেতে পারছেন না তাপসী । তিনি বুঝতে পারছেন না কঙ্গনা আসলে কী বলতে চাইছেন ।

কঙ্গনার একটি থ্রোব্যাক ইন্টারভিউ শেয়ার করেছেন তাপসী । সেখানে কঙ্গনার মুখে মহেশ ভাটের প্রশংসা । সেখানে তিনি বলছেন, "কে কোন পরিবার থেকে এসেছে সেটা ম্যাটার করে না । একবার তোমার ফিল্ম রিলিজ় হয়ে গেলে পুরোটাই দর্শকের উপর নির্ভর করে । তবে প্রথম ব্রেক পাওয়াটাই কঠিন ।"

অর্থাৎ ক্যারিয়ারের শুরুতে 'আউটসাইডার' হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে নেপোটিজ়ম নিয়ে কোনও আপত্তি ছিল না কঙ্গনার । তিনি দর্শকের বিচারে বিশ্বাস রাখতেন । তবে এখন পুরোপুরি অন্য মত পোষণ করেন কঙ্গনা । আর সেই কারণেই কনফিউজ়ড তাপসী ।

ভিডিয়োটি শেয়ার করে তাপসী লিখেছেন, "আমি এই লড়াই থেকে বেরিয়ে যেতে চাই, নাহলে আমি নিজেই ভুলে যাব যে আমার স্ট্যান্ড পয়েন্ট কী ছিল..."

দেখে নিন তাঁর টুইট...

ABOUT THE AUTHOR

...view details