মুম্বই : তাপসী পান্নুর হাতে এখন একাধিক ইন্টারেস্টিং প্রজেক্ট । তার মধ্যে অন্যতম 'রশমি রকেট' । নভেম্বরের শুরুতে গুজরাটের ভূজে এই ছবির প্রথম শিডিউল শুট করার কথা ছিল । তবে বৃষ্টির কারণে সেই শুট পিছিয়ে দিতে হল ।
ছবির প্রযোজক প্রাঞ্জল খান্দাদিয়া খবরটি নিশ্চিত করেছেন । তিনি জানিয়েছেন যে বৃষ্টির কারণে ভূজের অনেক জায়গা জলে ভরে গেছে । আর ছবির এক বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল সেখানেই । তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নির্মাতারা ।