মুম্বই : পরিযায়ী শ্রমিকদের নিয়ে এবার কবিতা লিখলেন তাপসী পান্নু । নিজের রাজ্যে ফেরার জন্য শ্রমিকদের যে কষ্ট সহ্য করতে হয়েছে সেটাই কবিতার মাধ্যমে তুলে ধরেন তিনি । কবিতার নাম দিয়েছেন 'প্রবাসী'।
কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হয় লকডাউন । এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যেই আটকে পড়েছিলেন একাধিক পরিযায়ী শ্রমিক । ওই পরিস্থিতির মধ্যে কাজ হারিয়ে সমস্যায় পড়েন তাঁরা । এদিকে ট্রেন, বাস বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতেও ফিরতে পারছিলেন না । কেউ দীর্ঘ পথ হেঁটে, কেউ আবার সাইকেলে করে অন্য রাজ্য থেকে বাড়ি পৌঁছানোর চেষ্টা করেন । কিন্তু, প্রখর রোদ ও অনহারের কারণে অসুস্থ হয়ে বাড়ি পৌঁছানোর আগেই রাস্তায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেশ কয়েকজন শ্রমিক ।
কবিতার মধ্যে এই সব কথাই তুলে ধরেছেন তাপসী । তার সঙ্গে বিভিন্ন ঘটনার ছবিও অ্যানিমেশনের মাধ্যমে কবিতার ভিডিয়োতে তুলে ধরেন তিনি । কবিতার লাইন শুরু হচ্ছে, "হাম তো বাস প্রবাসী হ্যায়, কেয়া ইস দেশ কা নিবাসী হ্যায় ?" অর্থাৎ, "আমরা তো শুধুমাত্র প্রবাসী, এই দেশের বাসিন্দা কি আমরা ?"