মুম্বই : পরিবারের সঙ্গে তাপসীর এক দারুণ বন্ডিং রয়েছে । বিশেষ করে বোন শগুন তো তাঁর ছায়াসঙ্গী বলা যেতে পারে । এই লকডাউনে তাপসীর প্রায় প্রতি ভিডিয়োতেই দেখা গেছে তাঁর বোনকে । বাড়ির মানুষগুলো যেখানে থাকেন, সেটাকেই বাড়ি মনে করেন তাপসী ।
বোনের সঙ্গে যোগাভ্যাস করছিলেন তাপসী । ম্যাটের উপর শুয়ে হলাসনের ভঙ্গিতে একে অপরে ছুঁয়ে ছিলেন দুই বোন । ঠিক যেন একটা হার্ট শেপের মতো । আর সেই মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাপসী ।