পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাড়ি সেখানেই, যেখানে মন আছে.. - তাপসী পান্নুর খবর

তাপসী পান্নুর কাছে বাড়ি সেটাই, যেখানে মন পড়ে থাকে ।

Taapsee Pannu latest news
Taapsee Pannu latest news

By

Published : Jun 13, 2020, 7:44 PM IST

মুম্বই : পরিবারের সঙ্গে তাপসীর এক দারুণ বন্ডিং রয়েছে । বিশেষ করে বোন শগুন তো তাঁর ছায়াসঙ্গী বলা যেতে পারে । এই লকডাউনে তাপসীর প্রায় প্রতি ভিডিয়োতেই দেখা গেছে তাঁর বোনকে । বাড়ির মানুষগুলো যেখানে থাকেন, সেটাকেই বাড়ি মনে করেন তাপসী ।

বোনের সঙ্গে যোগাভ্যাস করছিলেন তাপসী । ম্যাটের উপর শুয়ে হলাসনের ভঙ্গিতে একে অপরে ছুঁয়ে ছিলেন দুই বোন । ঠিক যেন একটা হার্ট শেপের মতো । আর সেই মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাপসী ।

ক্যাপশনটিও ভারি সুন্দর লিখেছেন তাপসী । "বাড়ি সেখানেই, যেখানে মন আছে", এটাই অভিনেত্রীর অনুভূতি ।

দেখে নিন তাঁর পোস্ট...

সম্প্রতি 'গুলাবো সিতাবো' দেখেছেন তাপসী । অমিতাভ বচ্চন আর আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবি বেশ ভালো লেগেছে তাঁর । সুজিত সরকার পরিচালিত এই ফিল্মকে "কিউট" মনে হয়েছে তাপসীর, যা একটা সুন্দর অনুভব রেখে যায় মনের ভিতর ।

ABOUT THE AUTHOR

...view details