মুম্বই : সরাসরি আক্রমণ না করেই তাপসী পান্নু একহাত নিলেন বলিউডে নেপোটিজ়মের বিরুদ্ধে । কোনও রেস নিরপেক্ষ কিনা সেটা কখন বোঝা যায় ? প্রশ্ন তুললেন তাপসী ।
তাপসীর টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইটে লেখা, "একটা রেস নিরপেক্ষ, একটা রেজ়াল্ট উপযুক্ত...সেটা তখনই বোঝা যায় যখন সমস্ত খেলোয়াড় একটাই স্টার্টিং পয়েন্ট থেকে খেলা শুরু করেন ।"
আর তা যদি না হয়, তাহলে "তুলনা বা আক্রমণগুলো খেলার সম্মানটাকেই নষ্ট করে দেয়", লিখেছেন তাপসী ।