পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অনুরাগের ভার আর বইতে পারছেন না তাপসী ! - তাপসী পান্নুর খবর

অনুরাগ কাশ্যপের পরিচালনায় 'দো বারা' ছবিতে অভিনয় করছেন তাপসী পান্নু । তবে তাঁদের মধ্যে যা সম্পর্ক তাতে শুধু শুটিং হচ্ছে না, সঙ্গে চলছে দেদার খুনসুটি-মজা । বিহাইন্ড-দ্য-সিনের সেই মজাদার ছবি পোস্ট করলেন তাপসী ।

Taapsee Pannu and Anurag kashyap in Dobaara
Taapsee Pannu and Anurag kashyap in Dobaara

By

Published : Feb 22, 2021, 1:51 PM IST

মুম্বই : বলিউডেও বন্ধুত্ব হয় । প্রফেশনাল রেষারেষির বাইরে গিয়ে একে অপরের পাশে থাকার ঘটনা বলিউডেও দেখা যায় । তার প্রমাণ হল তাপসী পান্নু এবং অনুরাগ কাশ্যপ । কাজের ক্ষেত্রে যেমন নির্ভরতা আছে, ব্যক্তিগত জীবনেও বন্ধু তাঁরা ।

'দো বারা'-র শুটিংয়ে তাই কাজের পাশাপাশি চলছে চরম খুনসুটি । তাপসীর কোলে উঠে পড়েছেন অনুরাগ । 'মনমর্জ়িয়াঁ'-র শুটিংয়ের সময়তেও একইভাবে অভিনেত্রীর কোলে উঠে পড়েছিলেন পরিচালক । তাপসীর কোলে না বসলে যেন পরিচালনায় মন বসে না অনুরাগের !

তাপসীর শেয়ার করা বিহাইন্ড-দ্য-সিন ছবিতে অনুরাগকে কোলে নিয়ে মাথা চাপড়াচ্ছেন তিনি । প্রতি ফিল্মের শুটিংয়ে এটা যেন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে কাশ্যপের ।

তাপসী লিখেছেন, "কিছু কোল্যাবরেশন বারবার হওয়ার প্রয়োজন আছে । আরও অনেক নতুন স্মৃতি তৈরি করতে প্রস্তুত আমরা...কারণ 'মনমর্জ়িয়াঁ'-র স্মৃতি কম পড়ে গেছিল.."

দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details