মুম্বই : 'বদলা' তাপসীর ক্যারিয়ারগ্রাফে অন্য়তম উল্লেখযোগ্য একটি ছবি । এমন টানটান চিত্রনাট্য, এত গুরুত্বপূর্ণ চরিত্র, অমিতাভের বিপরীতে ফের অভিনয় করার সুযোগ, সুজয় ঘোষের পরিচালনা, সব মিলিয়ে 'বদলা' একটা অধ্য়ায় অভিনেত্রীর ক্যারিয়ারে । সেটে তোলা একটি ছবি শেয়ার করলেন অভিনেত্রী ।
একটি পোস্টারের সামনে দাঁড়িয়ে পোস্টারের মেয়েটিকে একেবারে নকল করে ছবিটি তুলেছেন তাপসী । চোখ বন্ধ করে সেই মেয়ে বলছে, "নো থ্য়াঙ্ক ইউ" ।