পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"নো থ্য়াঙ্ক ইউ", বলছেন তাপসী - তাপসী পান্নুর খবর

'বদলা'-র সেট থেকে থ্রোব্যাক ছবি শেয়ার করলেন তাপসী পান্নু ।

http://10.10.50.85//west-bengal/28-April-2020/capture_2804newsroom_1588097056_436.JPG
http://10.10.50.85//west-bengal/28-April-2020/capture_2804newsroom_1588097056_436.JPG

By

Published : Apr 28, 2020, 11:42 PM IST

মুম্বই : 'বদলা' তাপসীর ক্যারিয়ারগ্রাফে অন্য়তম উল্লেখযোগ্য একটি ছবি । এমন টানটান চিত্রনাট্য, এত গুরুত্বপূর্ণ চরিত্র, অমিতাভের বিপরীতে ফের অভিনয় করার সুযোগ, সুজয় ঘোষের পরিচালনা, সব মিলিয়ে 'বদলা' একটা অধ্য়ায় অভিনেত্রীর ক্যারিয়ারে । সেটে তোলা একটি ছবি শেয়ার করলেন অভিনেত্রী ।

একটি পোস্টারের সামনে দাঁড়িয়ে পোস্টারের মেয়েটিকে একেবারে নকল করে ছবিটি তুলেছেন তাপসী । চোখ বন্ধ করে সেই মেয়ে বলছে, "নো থ্য়াঙ্ক ইউ" ।

ছবিটি শেয়ার করে তাপসী লিখেছেন, "বদলা-র সেট থেকে আরও একটা । আসলে নয়না শেট্টির কেবিন থেকে । একমাত্র নয়নারই প্রোফেশনাল কেবিনে এরকম পোস্টার থাকতে পারে ।" নয়না ছিল 'বদলা'-তে তাপসীর চরিত্রের নাম ।

নয়নাকে গ্রে শেডের চরিত্র বলা যেতে পারে । এরকম ধরনের চরিত্রে এর আগে দেখা যায়নি তাপসীকে । একটু অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে পারাটা তাঁর কাছে "ফান" ।

দেখে নিন তাপসীর পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details