পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রানি কাশ্যপের সঙ্গে পরিচয় করালেন তাপসী - তাপসী পান্নুর খবর

তাপসী পান্নুর আরও একটি চরিত্র সামনে এল । 'হাসিন দিলরুবা'-র রানি কাশ্যপের সঙ্গে নেটিজেনদের পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী ।

taapsee pannu haseen dilruba
taapsee pannu haseen dilruba

By

Published : Oct 18, 2020, 5:13 PM IST

মুম্বই : অভিনেতাদের জীবনটা ভারি অদ্ভুত । কোনও ঠিক-ঠিকানা নেই যেন । এই কিছুদিন আগে 'থাপ্পড়'-এর অমৃতা ছিলেন, আর আজ হয়ে গেলেন 'হাসিন দিলরুবা'-র রানি । কথা হচ্ছে তাপসী পান্নুকে নিয়ে ।

তাপসী প্রকাশ্যে আনলেন রানি কাশ্যপের ফার্স্ট লুক । ফার্স্ট লুক বলার কারণ, এর আগে রানির মুখ দেখা যায়নি । ছবির প্রথম পোস্টারেও নয়, তাপসীর ফোটোশুটেও নয় । সেদিক থেকে দেখতে গেলে এটাই রানির প্রথম মুখদর্শন ।

তাও পুরো লুকটা প্রকাশ করেননি তাপসী । শুধু দেখা গেছে রানি নাকে নথ পরে রয়েছেন । ক্যাপশনে তাপসী লিখেছেন, "শরীর আর মনের সম্পদ । ফের ফিরলেন রানি কাশ্য়প ।#HaseenDilruba"

সদ্য মালদ্বীপ থেকে ফিরেছেন তাপসী । কোরোনা পরীক্ষা করিয়ে শুটিং শুরু করেছেন তিনি । তাঁর 'থাপ্পড়' ছবিটিও ফের মুক্তি পাবে সিনেমা হলে । লকডাউনের কারণে বেশিদিন চালানো যায়নি সিনেমাটি । তবে OTT প্ল্যাটফর্মে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে বহু প্রশংসিত ছবি 'থাপ্পড়' । সব মিলিয়ে উচ্ছ্বসিত তাপসী ।

ABOUT THE AUTHOR

...view details