মুম্বই : 'রশমি রকেট'-এর শুটিং শেষ করার পর এরই মধ্যে 'লুপ লপেটা'-র শুটিং শুরু করে দিয়েছেন তাপসী পান্নু । একের পর এক কাজ করে চলেছেন তিনি । 'লুপ লপেটা'-র সেটে তোলা একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ।
যেন সূর্যের আলোয় স্নান করছেন তাপসী । তাঁর ভ্যানিটি ভ্যানের জানলা দিয়ে শীতের নরম রোদ উঁকি দিচ্ছে । দেখে বেশ মজা পেয়েছেন তিনি । সকালের সূর্যের আলো গায়ে মেখে শুটিং শুরু করছেন তাপসী ।