মুম্বই : শীঘ্রই পরবর্তী ছবি 'রেশমি রকেট'-এর শুটিং শুরু করতে চলেছেন তাপসী পান্নু । তার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি ।
'রেশমি রকেট'-এর জন্য প্রস্তুত হচ্ছেন তাপসী - Taapsee in Rashmi Rocket
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তাপসী । সেখানে দোলনার উপর বসে 'টিক্কি' খেতে দেখা গিয়েছে তাঁকে ।
af
ওই ছবিতে একজন খেলোয়াড়ের চরিত্রে দেখা যাবে তাঁকে । আর সেই চরিত্রর জন্যই নিজেকে প্রস্তুত করছেন তাপসী । কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছেন তিনি ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তাপসী । সেখানে দোলনার উপর বসে 'টিক্কি' খেতে দেখা গিয়েছে তাঁকে ।