পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'চারপাশের সার্কাস দেখে হাসতে ইচ্ছে করে', খোলামেলা তাপসী - তাপসী পান্নুর খবর

তাপসী পান্নু সেই বলিউড তারকাদের মধ্যে অন্যতম, যাঁকে প্রতিনিয়ত ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয় । সোশাল মিডিয়ায় শুধু সুন্দর ছবি শেয়ার না করে সামাজিক বিষয়ে নিজের মতও প্রকাশ করেন তিনি । আর তখনই তাঁর দিকে ধেয়ে আসে নিন্দুকদের ট্রোলিং, ব্যক্তিগত আক্রমণ । এটা নিয়ে কী বললেন তাপসী ?

taapsee pannu trolling culture
taapsee pannu trolling culture

By

Published : Feb 2, 2021, 5:54 PM IST

মুম্বই : কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছাড়া বলিউডে কার্যত রাজত্ব বিছিয়ে ফেলেছেন তাপসী পান্নু । তাঁর ফ্যান ফলোয়িং বিশাল । তবে তাঁকে নিয়ে ট্রোলিংয়েরও অন্ত নেই সোশাল মিডিয়ায় । এই বিষয়টিকে বিশেষ পাত্তা দেন না অভিনেত্রী ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তাপসী বললেন, "মাঝেমধ্যে চারপাশের এই সার্কাস দেখে হাসি পায় । আবার মনে হয় যে,মানুষের মধ্যে এত তিক্ততা কেন ? এই তিক্ততা নিয়ে তারা বেঁচে আছে কী করে ?"

প্রতিনিয়ত ট্রোলিংয়ের মুখে পড়তে তাপসীর নিজেরও ভালো লাগে না নিশ্চয়ই । তিনি বললেন, "প্রভাব পড়াটাই স্বাভাবিক । তবে আমি চেষ্টা করি নিজেকে এসবের থেকে দূরে সরিয়ে রাখতে । পরিস্থিতি এমন যে, এই বিষাক্ত পরিবেশেও আমরা অভ্যস্ত হয়ে পড়েছি ।"

একইসঙ্গে তাপসী এটা বুঝতে পারেন যে, তাঁর মন্তব্য এই সমাজকে প্রভাবিত করে বলেই হয়তো তাঁকে থামিয়ে দেওয়ার এত চেষ্টা । সেটা একটা পজ়িটিভ দিক । তাই এই ট্রোলের জবাব দিয়ে নিজের সম্মানকে কোনওদিনই ছোটো করবেন না তাপসী ।

ABOUT THE AUTHOR

...view details