মুম্বই : তাপসী পান্নু বলিউডের প্রথম সারির অভিনেত্রী । না, অ্যাওয়ার্ড শোয়ে পুরস্কারের সংখ্যা দিয়ে নয়, দর্শক ও সমালোচকের ভালোবাসায় তিনি প্রথম সারিতে উঠে এসেছেন । কিন্তু, একজন আউটসাইডার হিসেবে এসে কতটা স্ট্রাগল করতে হয়েছে তাঁকে ? জানালেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ।
তাপসী বলেন, স্টারকিডদের সবথেকে বেশি সুবিধা হয় কনট্যাক্ট পাওয়ার ক্ষেত্রে । কারণ তাঁরা ছোটো থেকেই সবাইকে চেনেন । কিন্তু, ইন্ডাস্ট্রিতে এসে আউটসাইডারদের কনট্যাক্ট জোগাড় করতেই অনেক সময় চলে যায় । তাপসী এটাও বলেন যে, পরিচালকরা অনেক সময়ই স্টারকিডদের নিতে বেশি পছন্দ করেন, কারণ তাঁরা অলরেডি সেই অভিনেতা বা অভিনেত্রীকে ছোটো থেকে দেখে এসেছেন ।