পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নেপোটিজ়ম নিয়ে মুখ খুললেন 'আউটসাইডার' তাপসী - নেপোটিজ়ম নিয়ে তাপসী পান্নু

বলিউডের তথাকথিত আউটসাইডার তাপসী পান্নু । বাইরে থেকে এসে নিজের জায়গা তৈরি করতে কতটা স্ট্রাগল করতে হয়েছে তাঁকে ? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানালেন অভিনেত্রী ।

taapsee pannu on nepotism
taapsee pannu on nepotism

By

Published : Jul 2, 2020, 1:34 PM IST

মুম্বই : তাপসী পান্নু বলিউডের প্রথম সারির অভিনেত্রী । না, অ্যাওয়ার্ড শোয়ে পুরস্কারের সংখ্যা দিয়ে নয়, দর্শক ও সমালোচকের ভালোবাসায় তিনি প্রথম সারিতে উঠে এসেছেন । কিন্তু, একজন আউটসাইডার হিসেবে এসে কতটা স্ট্রাগল করতে হয়েছে তাঁকে ? জানালেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ।

তাপসী বলেন, স্টারকিডদের সবথেকে বেশি সুবিধা হয় কনট্যাক্ট পাওয়ার ক্ষেত্রে । কারণ তাঁরা ছোটো থেকেই সবাইকে চেনেন । কিন্তু, ইন্ডাস্ট্রিতে এসে আউটসাইডারদের কনট্যাক্ট জোগাড় করতেই অনেক সময় চলে যায় । তাপসী এটাও বলেন যে, পরিচালকরা অনেক সময়ই স্টারকিডদের নিতে বেশি পছন্দ করেন, কারণ তাঁরা অলরেডি সেই অভিনেতা বা অভিনেত্রীকে ছোটো থেকে দেখে এসেছেন ।

.

তবে দর্শকের উপর বিশ্বাস রয়েছে তাপসীর । তিনি জানান, যে স্টারকিডদের থেকে আউটসাইডারদেরই বেশি পছন্দ করেন দর্শক । তাই শুরুতে স্ট্রাগল করলেও একটা সময় পর সাফল্য ঠিকই পাওয়া যায়, বিশ্বাস অভিনেত্রীর । আর একবার সফল হয় গেলে, সেই ক্রেডিট একমাত্র নিজেদের হয়...সেটা একটা বোনাস আনন্দ তাপসীর ।

নেপোটিজ়মের শিকার হয়ে একাধিক ছবি হারিয়েছেন তাপসী । তবে সেসব এখন অতীত, কারণ তাপসীর ঝুলিতে এখন একের পর এক দারুণ প্রোজেক্ট । 'রশমি রকেট', 'সাবাস মিঠু', 'হাসিন দিলরুবা'-র মতো ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details