হায়দরাবাদ : লকডাউন শিথিল হওয়ার পর থেকেই একের পর এক ছবির শুটিং করে চলেছেন তাপসী পান্নু । 'হসিন দিলরুবা'-র পর এবার 'রশমি রকেট'-এর শেষ হওয়ার পালা । গুজরাটের ভুজে শুরু হল রশমি-র শেষ শিডিউল ।
সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন তাপসী । খেলোয়াড়ের জার্সি গায়ে রানওয়ে ট্র্যাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে । জার্সির পিছনে জ্বলজ্বলে লেখা 'ভুজ' ।