পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রশমির সঙ্গে তাপসীর শেষ শিডিউল - রশমি রকেট

'রশমি রকেট'-এর শেষ শিডিউল শুরু করলেন তাপসী পান্নু । গুজরাতের ভুজে চলছে শুটিং । আরও একটা চরিত্রের সঙ্গে অনেকগুলো দিন যাপন করলেন তাপসী ।

Taapsee Pannu rashmi rocket
Taapsee Pannu rashmi rocket

By

Published : Jan 16, 2021, 12:34 PM IST

হায়দরাবাদ : লকডাউন শিথিল হওয়ার পর থেকেই একের পর এক ছবির শুটিং করে চলেছেন তাপসী পান্নু । 'হসিন দিলরুবা'-র পর এবার 'রশমি রকেট'-এর শেষ হওয়ার পালা । গুজরাটের ভুজে শুরু হল রশমি-র শেষ শিডিউল ।

সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন তাপসী । খেলোয়াড়ের জার্সি গায়ে রানওয়ে ট্র্যাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে । জার্সির পিছনে জ্বলজ্বলে লেখা 'ভুজ' ।

নিজেকে রশমির মতো গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করেছেন তাপসী । তৈরি করেছেন সুঠাম দেহ, সুগঠিত মাসল । খাওয়াদাওয়া থেকে শুরু করে নিয়মিত ওয়ার্কআউট, চলা-বলা সবকিছুতেই তুমুল পরিবর্তন করতে হয়েছে তাঁকে ।

গুজরাটের আগে রাঁচি, পুনে, লোনাভালাতে হয়েছে 'রশমি রকেট'-এর শুটিং । তবে আকর্ষ খুরানা পরিচালিত এই ছবির মুক্তি কবে সেটা এখনও পরিষ্কার নয় ।

ABOUT THE AUTHOR

...view details