পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিজের প্রিয় জায়গায় বেড়াতে গেলেন তাপসী

'রশমি রকেট'-এর শুটিংয়ের আগে প্রিয় গন্তব্য মালদ্বীপে বেড়াতে গেলেন তাপসী পান্নু । সঙ্গে বোন শগুন আর কিছু বন্ধুবান্ধব ।

taapsee pannu to maldives
taapsee pannu to maldives

By

Published : Oct 6, 2020, 8:53 PM IST

মালদ্বীপ : কোরোনা পরিস্থিতি যদিও স্বাভাবিক হয়নি, তবুও আমরা একটু একটু করে এই নিউ নর্মাল জীবনে অভ্যস্থ হয়ে উঠছি । কোরোনাকে না এড়িয়ে কীভাবে কোরোনার থেকে বাঁচা যায়, সেদিকে নজর রেখে এগোচ্ছি । তাই অনেকদিন অপেক্ষা করে এবার দলবল নিয়ে বেড়িয়ে পড়লেন তাপসী পান্নু । মালদ্বীপে ছুটি কাটাতে গেলেন অভিনেত্রী ।

ইনস্টাগ্রামে তাপসী নিজেই শেয়ার করেছেন বেশ কিছু ভিডিয়ো । তার মধ্যে একটিতে তাঁকে বলতে শোনা গেল, "ভগবান যদি এই পৃথিবীতে কোনও জায়গাকে স্বর্গ বলেন, তাহলে সেটা মালদ্বীপই হবে । ওয়েলকাম টু মালদ্বীপ । আমার ফেভরিট গন্তব্যস্থল ।"

ফ্লাইটে উঠে থেকে হোটেল যাওয়া অবধি টুকরো টুকরো অনেক মুহূর্ত শেয়ার করেছেন তাপসী । তার মধ্যে থেকে কিছু ঝলক দেখে নেওয়া যাক...

সৌজন্যে ইনস্টাগ্রাম

তাপসী পান্নুকে এর পর 'রশমি রকেট', 'সাবাস মিতু', 'হসিনা দিলরুবা'-র মতো ছবিতে । একের পর এক নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করে অভিনেত্রী নতুন এক পরিচিতি তৈরি করেছেন তাঁর নিজের ।

ABOUT THE AUTHOR

...view details