মালদ্বীপ : কোরোনা পরিস্থিতি যদিও স্বাভাবিক হয়নি, তবুও আমরা একটু একটু করে এই নিউ নর্মাল জীবনে অভ্যস্থ হয়ে উঠছি । কোরোনাকে না এড়িয়ে কীভাবে কোরোনার থেকে বাঁচা যায়, সেদিকে নজর রেখে এগোচ্ছি । তাই অনেকদিন অপেক্ষা করে এবার দলবল নিয়ে বেড়িয়ে পড়লেন তাপসী পান্নু । মালদ্বীপে ছুটি কাটাতে গেলেন অভিনেত্রী ।
ইনস্টাগ্রামে তাপসী নিজেই শেয়ার করেছেন বেশ কিছু ভিডিয়ো । তার মধ্যে একটিতে তাঁকে বলতে শোনা গেল, "ভগবান যদি এই পৃথিবীতে কোনও জায়গাকে স্বর্গ বলেন, তাহলে সেটা মালদ্বীপই হবে । ওয়েলকাম টু মালদ্বীপ । আমার ফেভরিট গন্তব্যস্থল ।"