পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'সস্তা থাকলাম না আর', আয়কর দফতরের হানার পর প্রকাশ্যে রসিকতা তাপসীর - তাপসী পান্নুর খবর

বাড়িতে আয়কর দফতরের হানার পর প্রথমবার মুখ খুললেন তাপসী পান্নু । তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ওড়ালেন রসিকতার সুরে ।

Taapsee Pannu speaks on IT raid
Taapsee Pannu speaks on IT raid

By

Published : Mar 6, 2021, 12:24 PM IST

মুম্বই : গত তিন দিন ধরে সমস্ত সংবাদমাধ্যমের শিরোনামে থেকেছেন তাপসী পান্নু । তাঁর বাড়িতে আয়কর দফতরের হানা পুরো দেশের জনতাকে চমকে দিয়েছে । এই কয়েকদিন একটিও কথা বলেননি তাপসী । এই প্রথম টুইটারে মুখ খুললেন অভিনেত্রী ।

তিনটি আলাদা পোস্টে তাপসী তিনটি পয়েন্ট তুলে ধরেছেন । এই তিন দিন ধরে তাঁর থেকে কী কী চাওয়া হয়েছে, পরিষ্কার করেছেন অভিনেত্রী । দেখে নেওয়া যাক সেগুলি কী..

1. প্যারিসে নাকি আমার একটা বাংলো আছে । সেই বাংলোর চাবি চাওয়া হয়েছে । কারণ গরমকাল আসছে ।

2. কোনও একটি পাঁচ কোটি টাকার রসিদ চাওয়া হয়েছে আমার থেকে । হয়তো পরে আমাকে এই রসিদ দেখিয়ে শিক্ষা দেওয়া হবে ।

3. আমাদের শ্রদ্ধেয় অর্থমন্ত্রীর মতে 2013 সালেও নাকি আমার বাড়িতে আয়কর দফতর হানা দিয়েছিল । সেই স্মৃতিটা আমায় মনে করিয়ে দেওয়ার চেষ্টা চলেছে এই কয়েকদিন ধরে ।

তলায় মজার ছলে আরও একটি লাইন জুড়েছেন তাপসী । লিখেছেন, 'আমি আর সস্তা থাকলাম না..' প্রসঙ্গত তাপসীকে নিজের 'সস্তা কপি' মনে করেন কঙ্গনা । তাঁর উদ্দেশেই এই কটাক্ষ বোঝা যাচ্ছে স্পষ্ট ।

তাপসীর পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details