পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মিতালী রাজের চরিত্রে এই বলিউড নায়িকা... - স্পোর্টস ফিল্ম

ক্রিকেট দুনিয়ার অন্যতম উল্লেখযোগ্য মহিলা ক্রিকেটার হলেন মিতালী রাজ। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী মিতালী। 'ওম্যান ওয়ান ডে ইন্টারন্যশাল'-এ ছ'হাজারের উপর রান করেছেন তিনি। এই আন্তর্জাতিক ফিগারের বায়োপিকে তাঁর ভূমিকায় অভিনয় করছেন বলিউডের প্রথম সারির এক অভিনেত্রী।

তাপসী পান্নু

By

Published : Jul 3, 2019, 6:18 PM IST

মুম্বই : রাফ অ্যান্ড টাফ লুকে সবসময়ই নজর কেড়েছেন তাপসী পান্নু। 'মনমরজ়িয়াঁ' হোক বা সাম্প্রতিককালের 'বদলা', তাপসীর বলিষ্ঠ চরিত্র বেশ পছন্দ করেছেন দর্শক। মিতালী রাজের মতো এক মহিলার চরিত্রে তাপসীর থেকে বেটার চয়েজ় আর কে হতে পারে?

এর আগে 'সুরমা' বা 'মনমরজ়িয়াঁ'-তে তাপসীকে স্পোর্টস পার্সন হিসেবে দেখা গেছে। সেই রেকর্ডের কারণেই নির্মাতাদের পক্ষ থেকে তাপসীকে এই চরিত্র করার জন্য অনুরোধ করা হয়েছিল। আর তাপসী সাদরে গ্রহণ করেছেন সেই অফার।

তাপসীকে তাঁর পরবর্তী ছবিতেও একজন শুটারের ভূমিকায় দেখা যাবে। তুষার হিরানন্দানির পরিচালনায় 'ষাণ্ড কি আঁখ' ছবিতে প্রথম মহিলা শার্প শুটার প্রকাশী তোমারের চরিত্র করবেন অভিনেত্রী।

ABOUT THE AUTHOR

...view details