মুম্বই : প্রায় সাত মাস পর আগামীকাল ফের খুলছে সিনেমা হলের দরজা । আর এই পরিস্থিতিতে মুক্তি পাবে একাধিক পুরোনো ছবি । সেই তালিকায় রয়েছে তাপসী পান্নু অভিনীত 'থাপ্পড়'। আর খবর শুনে উচ্ছ্বসিত তাপসী সহ ছবির পরিচালক অনুভব সিনহা ।
দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়েছিল সিনেমা হলের দরজা । প্রায় সাত মাস ধরে বন্ধ হয়ে পড়েছিল হলগুলি । এর জেরে সমস্যায় পড়েছিলেন হল মালিক সহ কর্মীরা । অবশেষে আনলক 5-এর প্রক্রিয়া শুরু হতেই কেন্দ্রীয় সরকারের তরফে খুলে দেওয়া হয় হলের দরজা । সেই মতো সব বিধিনিষেধ মেনে আগামীকাল খুলছে হলগুলি । আর হল খুলেই মুক্তি পাবে অজয় দেবগনের 'তানাজি', আয়ুষ্মান খুরানার 'শুভ মঙ্গল জ়াদা সাবধান', অনিল কাপুর অভিনীত 'মলাঙ্গ', সুশান্ত সিং রাজপুতের 'কেদারনাথ' ও তাপসীর 'থাপ্পড়'। সম্প্রতি টুইট করে একথা ঘোষণা করেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ।