পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'রেশমি রকেট'-এর শুটিং শেষ করতে গুজরাতে পাড়ি দেবেন তাপসী - taapsee pannu rashmi rocket shoot

আকর্ষ খুরানা পরিচালিত 'রেশমি রকেট'-এর বেশিরভাগ দৃশ্যের শুটিং হয়েছে পুনে ও রাঁচিতে । আর ছবির শেষ অংশের শুটিং করতে আগামী সপ্তাহে গোটা টিম গুজরাতে পাড়ি দেবেন বলে জানা গিয়েছে ।

asd
as

By

Published : Jan 6, 2021, 6:30 PM IST

মুম্বই : 'রেশমি রকেট'-এর শুটিংয়ের জন্য শীঘ্রই গুজরাতে পাড়ি দেবেন তাপসী পান্নু । সেখানেই ছবির শেষ অংশের শুটিং করা হবে বলে জানা গিয়েছে ।

'রেশমি রকেট'-এর জন্য কয়েক মাস ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন তাপসী । আসলে এই ছবিতে একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাঁকে । আর তার জন্য রীতিমতো কসরত করছিলেন তিনি । প্রস্তুতির ছবিও মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যেত তাঁকে ।

কখনও জিমে শরীরচর্চা করার, তো কখনও ট্র্যাকের মধ্যে দৌড়ানোর ছবি পোস্ট করেছিলেন তাপসী । ছবির এই চরিত্র তাঁর কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং বলেও জানিয়েছিলেন তিনি । আর সেই প্রস্তুতির পর অবশেষে ছবির শুটিং শুরু করেন । পুনে ও রাঁচির বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয়েছে বলে জানা গিয়েছে । আর ছবির শেষ ও মূল অংশের শুটিং গুজরাতের কচ্ছতে হবে । তার জন্য কয়েকদিনের মধ্যেই সেই রাজ্যে পাড়ি দেবেন ছবির কলাকুশলীরা ।

সূত্রের খবর, 2020-র এপ্রিলে কচ্ছতে এই ছবির শেষ অংশের শুটিং করবেন বলে ঠিক করেছিলেন পরিচালক আকর্ষ খুরানা । কিন্তু, কোরোনার জেরে বদলে যায় পরিস্থিতি । এরপর কচ্ছতে শুটিংয়ের জন্য সরকারি অনুমতির অপেক্ষা করছিলেন তাঁরা । অবশেষে সেই অনুমতি পাওয়ার পর আগামী সপ্তাহেই 14দিনের জন্য তাঁরা গুজরাতে পাড়ি দেবেন বলে জানা গিয়েছে ।

এই ছবিতে তাপসীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রিয়াংশু পেনিউলিকে । অনস্ক্রিনে অভিনেত্রীর স্বামীর চরিত্রে অভিনয় করবেন তিনি ।

'রেশমি রকেট' ছাড়াও তাপসীর হাতে রয়েছে আকাশ ভাটিয়ার 'লুপ লাপেটা'-র মতো ছবি । এছাড়া গত বছর অক্টোবরে 'হাসিন দিলরুবা'-র শুটিং শেষ করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details