মুম্বই : দক্ষিণ ভারতীয় ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন তাপসী পান্নু। সেখানে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার পর 'বেবি' ছবির ডাক পান তিনি। বাইরে থেকে এসে বলিউডে নিজের জায়গা পাকা করাটা সহজ ছিল না। কিন্তু "বহিরাগত" হলেও সেটাকে নিজের শক্তি মনে করেন অভিনেত্রী।
IANSকে তাপসী বলেন, "হ্যাঁ আমি এই ইন্ডাস্ট্রিতে বহিরাগত। তবে সেটাকে আমি দুর্বলতা হিসেবে দেখি না। আমি একজন সুখী বহিরাগত।"
কেন নিজেকে সুখী মনে করেন তাপসী? কারণ বহিরাগত হওয়ার ফলে তাপসী অনেকটা সময় নিজের মতো কাটাতে পারেন। একা বেরিয়ে পড়তে পারেন, স্টারডম বর্জিত জীবন কাটাতে পারেন। আর সবথেকে বড় কথা, তাঁর এই সমস্ত বাস্তবিক অভিজ্ঞতাগুলো তিনি অভিনয়ে ফুটিয়ে তুলতে পারেন।
এর মধ্যেই নিজের একটা অ্যাপার্টমেন্ট আর একটা গাড়ি কিনে ফেলেছেন তাপসী। নিজের 'টু ডু লিস্ট' ধীরে ধীরে পূরণ হচ্ছে তাঁর। এই বছরও তাঁর ঝুলিতে রয়েছে 'গেম ওভার' বা 'মিশন মঙ্গল'-এর মতো ছবি রয়েছে। আউট অফ দা বক্স ছবিতে অভিনয় করলেও তাঁকে একজন কমার্শিয়ালি সফল অভিনেত্রী বলা যায়। তাপসীর শেষ ছবি 'বদলা' বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করার সঙ্গে সঙ্গে সমালোচকদের প্রশংসাও পেয়েছে।