পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আরশোলা খাচ্ছেন অনন্যা ? ভাইরাল ছবি - অনন্যা পান্ডের খবর

ছবি দেখে তো তাই মনে হচ্ছে । হাতে আরশোলা ঝুলিয়ে জিভ ঠেকাতে যাচ্ছেন অনন্যা পান্ডে ।

Ananya pandey eating cockroach
Ananya pandey eating cockroach

By

Published : Jan 24, 2021, 7:16 PM IST

মুম্বই : পৃথিবীর অনেক প্রান্তে আরশোলাকে খাবার হিসেবে ব্যবহার করা হয় । তবে ভারতে কাউকে সে কাজ করতে দেখলে চমকে ওঠেন সবাই । পতঙ্গ বা পোকা খাওয়ার চল এখানকার খাদ্যাভাসে নেই । তাই অনন্যা পান্ডের এই পোস্ট দেখে আঁতকে উঠছেন অনেকে ।

না, না, অনন্যা কিন্তু সিরিয়াসলি আরশোলা খাননি । সবটাই সোশাল মিডিয়া ট্রিক । কী এমন হল যে, এমন মজার পোস্ট করলেন অভিনেত্রী ?

আসলে অনন্যার তৃতীয় ছবি 'খালি পিলি'-র ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে চলেছে আজ । সেই আনন্দে এই পোস্ট করেছেন তিনি । তবে ছবির এই আরশোলাও নকল আর অনন্যার অভিব্যক্তিও ।

দেখে নিন তাঁর পোস্ট...

আপাতত অনন্যা দীপিকা পাড়ুকোন আর সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে শকুন বতরা পরিচালিত একটি ছবির শুটিং করছেন । এর আগে তিনটি ছবিতে অভিনয় করলেও শকুন পরিচালিত ছবিটি তাঁর ক্যারিয়ারের এক মস্ত বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে ।

ABOUT THE AUTHOR

...view details