পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'দিল বেচারা' দেখতে পারলেন না স্বস্তিকা, সুশান্তই দেখতে দিলেন না তাঁকে - স্বস্তিকা মুখার্জি

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় । এই ফিল্মের সঙ্গে অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে তাঁর । কিন্তু, সুশান্তের মৃত্যুর পর সবটাই ঝাপসা যেন । বারবার সুশান্তের মুখটাই মনে পড়ছে স্বস্তিকার । তাই আর দেখা হল না 'দিল বেচারা' ।

Swastika Mukherjee on dil bechara
Swastika Mukherjee on dil bechara

By

Published : Jul 31, 2020, 7:00 AM IST

মুম্বই : ছবির অংশ হয়েও সেই ছবি দেখতে পারলেন না স্বস্তিকা মুখার্জি । কারণ একটাই, সুশান্ত সিং রাজপুত । তাঁর মৃত্যুর পর এতটাই আবেগপ্রবণ হয়ে রয়েছেন অভিনেত্রী যে, দেখতেই পারলেন না 'দিল বেচারা' ।

IANS-কে স্বস্তিকা বলেন, "সত্যি বলছি, আমি ছবিটা দেখতে পারিনি । সিনেমাটা রিলিজ়ের আগে আমরা সবাই উচ্ছ্বসিত ছিলাম । তখনও আমার পুরো ফিল্মটা দেখা হয়নি । তাই অপেক্ষায় ছিলাম যে, ফাইনাল ছবিটা দেখতে হবে । কিন্তু পারলাম না ।"

.

সুশান্তকে সেলিব্রেট করতে চেয়েছিলেন স্বস্তিকা । পুরো পরিবারের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেছিলেন । নিজেদের বাড়িতে বসে একই সময় পপকর্ন সহযোগে 'দিল বেচারা' দেখার প্ল্যান ছিল মুখার্জি পরিবারের । কিন্তু, সে আর হল কই ?

স্বস্তিকা বললেন, "ঠিক 7.30 টায় ছবিটা শুরু হল । কিন্তু, যেই মুহূর্তে ,সুশান্তের সাদা-কালো ছবিটা ভেসে উঠল, ওঁর সেই হাসিমুখটা দেখে আমি ভেঙে পড়লাম । ছবিটা জাস্ট দেখা হল না ।"

আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ 24 জুলাই ডিজ়নি হটস্টারে মুক্তি পেয়েছে 'দিল বেচারা' । ছবি ছাপিয়ে সুশান্তকেই সেলিব্রেট করেছেন দেশবাসী, সমালোচকদের মতে সুশান্তই এই ছবি দেখার অন্যতম কারণ । বিশেষ কেউ 'দিল বেচারা'-র রিভিউ করতে চাননি, কোনও কাটাছেঁড়া না করে সুশান্তকে নিটোল রাখতে চেয়েছেন সবাই ।

ABOUT THE AUTHOR

...view details