মুম্বই : 'শির খুরমা' ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন স্বরা ভাস্কর ও দিব্য়া দত্ত। তাঁরা সমকামী চরিত্রে অভিনয় করতে চলেছেন এই ছবিতে। ফরজ় আরিফ আনসারির পরিচালনায় তৈরি এই ছবি আসছে সমাজের সেই বেঁচে থাকা ট্যাবুকে ধ্বংস করতে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দিব্য়া বলেন, "আমি ফরজ়ের সঙ্গে আগে কাজ করেছি। আমি জানি ও কী দেখাতে চায়।" দিব্যাকে মাথায় রেখেই এই ছবিটি লিখেছেন ফরজ়। যেহেতু স্বরা আর দিব্যা দু'জনেই LGBT কমিউনিটির অধিকার নিয়ে বরাবর সরব থেকেছেন, ফলে ওঁদের দু'জনকে অ্যাপ্রোচ করাটা সহজ ছিল পরিচালকের পক্ষে।