পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সমকামী প্রেমের সম্পর্কে স্বরা আর দিব্যা ? - বলিউড

সমাজ বদলেছে অনেকটা। সমকামী প্রেমের নাম শুনেই আর চোখ গোল করে না মানুষ। তবে এখনও কোথাও একটা ট্যাবু রয়ে গেছে এক শ্রেণীর মানুষের মধ্য়ে। কিছুটা হলেও সিনেমা পারে দর্শককে খানিকটা ইনফ্লয়েন্স করতে। তাই কোনও সামাজিক বার্তা দেওয়ার জন্য ব্যবহার করা হয় সিনেমা মাধ্য়ম। সেরকমই একটা প্রচেষ্টার নাম 'শির খুরমা'।

স্বরা ভাস্কর

By

Published : Jul 6, 2019, 5:25 PM IST

Updated : Jul 6, 2019, 6:14 PM IST

মুম্বই : 'শির খুরমা' ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন স্বরা ভাস্কর ও দিব্য়া দত্ত। তাঁরা সমকামী চরিত্রে অভিনয় করতে চলেছেন এই ছবিতে। ফরজ় আরিফ আনসারির পরিচালনায় তৈরি এই ছবি আসছে সমাজের সেই বেঁচে থাকা ট্যাবুকে ধ্বংস করতে।



এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দিব্য়া বলেন, "আমি ফরজ়ের সঙ্গে আগে কাজ করেছি। আমি জানি ও কী দেখাতে চায়।" দিব্যাকে মাথায় রেখেই এই ছবিটি লিখেছেন ফরজ়। যেহেতু স্বরা আর দিব্যা দু'জনেই LGBT কমিউনিটির অধিকার নিয়ে বরাবর সরব থেকেছেন, ফলে ওঁদের দু'জনকে অ্যাপ্রোচ করাটা সহজ ছিল পরিচালকের পক্ষে।

আরও পড়ুন : Birth Day Special : রণবীর বিটস রণবীর

ফরজ়ই প্রথম নির্বাক LGBTQ লাভ স্টোরি 'সিসক' উপহার দিয়েছিলেন ভারতীয় দর্শককে। সেটি ছিল একটি শর্টফিল্ম। আর এবার প্রায় একই রকম বিষয় নিয়ে ফিচার ফিল্ম করতে চলেছেন তিনি।

'আলিগড়', 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' বা 'ডিয়ার ড্য়াড'-এর মতো ছবি এর আগে তৈরি হয়েছে ভারতীয় সিনেমার দরবারে। ধীরে ধীরে বদলাচ্ছে সিনেমার ভাষা, বদলাচ্ছে দর্শকের চিন্তাভাবনা। এই ছবি সেই জার্নিকে আরও একটু এগিয়ে দেবে বিশ্বাস বলিউডের।

Last Updated : Jul 6, 2019, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details