মুম্বই : কঙ্গনা রানাওয়াত আর স্বরা ভাস্করের ভার্চুয়াল লড়াই একটা সিনেমার মতোই এন্টারটেনিং....সোশাল মিডিয়ায় এমনই মন্তব্য় করেন এক নেটিজেন । সেটা কঙ্গনার চোখে পড়ে যায় ।
তিনিও এই পোস্টের মজা নিতে ছাড়েন না । কঙ্গনা পালটা লেখেন, "হ্যাঁ, সত্যিই আজ দিনটা বোরিং কাটছে । স্বরাজীকে নিয়ে একটু মজা করা যাক, ওকে একটু রাগানো যাক.."