পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

চার বছর ধরে একই বয়স বলে যাচ্ছেন স্বরা ? - swara bahskar latest news

হ্যাঁ, ঠিকই পড়েছেন । একটা সময় নিজের বয়স নিয়ে বেশ চিন্তায় থাকতেন স্বরা ভাস্কর । এমনকী বয়স বলার সময় মিথ্যেও বলেছেন তিনি । সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে স্বীকার করলেন অভিনেত্রী ।

Swara bhaskar lied about her age
Swara bhaskar lied about her age

By

Published : Nov 14, 2020, 11:59 AM IST

মুম্বই : প্রচলিত আছে, মেয়েদের নাকি বয়স জিজ্ঞাসা করতে নেই । মেয়েরা নাকি বয়স কমিয়ে বলেন । বিশেষ করে অভিনেত্রীরা তো বয়স বলতেই চান না । তার একটা কারণও আছে । পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে মেয়েদের বয়স বাড়লেই মায়ের রোল জুটে যায় । একটা সময় স্বরা ভাস্করও নিজের বয়স নিয়ে মিথ্যে কথা বলেছেন । সম্প্রতি স্বীকার করলেন এক সংবাদমাধ্যমে ।

তিনি বলেন, "অভিনেত্রীরা সবসময় তাদের বয়স নিয়ে মিথ্যে কথা বলে । আমিও মাঝেমধ্যে যা খুশি একটা বয়স বলে দিতাম । তবে সবাইকে জানিয়েও দিতাম যে আমি মিথ্যে কথা বলছি ।"

.

এখন স্বরার বয়স 32 বছর । আশা করা যায় এটা সঠিক বয়স তাঁর । মজার ছলে আরও এক গোপন কথা বলে দেন তিনি । "আমি চার বছর ধরে লোকজনকে বলে এসেছি যে আমার 28 বছর বয়স । আর কেউ সেটা লক্ষ্যও করেনি । তবে এখন সবাই বেশ বুঝতে পেরে যায় আমার ট্রিকটা ।"

অভিনেত্রীদের জন্য বয়সটা একটা সমস্যা বটে । স্বরাও ব্যতিক্রম ছিলেন না । তিনিও মিথ্যে কথা বলেছেন তাঁর বয়স নিয়ে । তবে অনেকেই সেই মিথ্যেটাকে স্বীকার করতে পারেন না । স্বরা পেরেছেন ।

এই বছরে OTT-তে একাধিক প্রজেক্ট মুক্তি পেয়েছে স্বরার । 'রসভরি' আর 'ফ্লেশ' দু'টি আলাদা ধরনের ওয়েব সিরিজ়ে দেখা গেছে তাঁকে । এছাড়াও নেটফ্লিক্সের 'ভাগ বিনি ভাগ' সিরিজ়ে মুখ্য চরিত্রে রয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details