মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে নেপোটিজ়ম নিয়ে চলছে তুমুল চর্চা । আর এই নেপোটিজ়মের ধ্বজাধারী হিসেবে দায়ি করা হচ্ছে করণ জোহরকে । পুরো বিষয়টা ভালো করে বিবেচনা করে করণকে সমর্থন করার সিদ্ধান্ত নিলেন স্বরা ভাস্কর । কারণ ?
স্বরা টুইটারে একটি পোস্ট করে লিখেছেন যে, নেপোটিজ়ম বিতর্কে করণকে বারবার বিদ্ধ করা সত্ত্বেও তিনি তাঁর চ্যাট শো থেকে নেপোটিজ়ম সংক্রান্ত মন্তব্যটি বাদ দেননি । কিন্তু চাইলেন সেটা করতে পারতেন করণ, মত স্বরার ।