পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ভালো অভিনেতা মানেই ভালো মানুষ নয়", স্বরার ইঙ্গিত কি কঙ্গনার দিকে ? - স্বরা ভাস্করের খবর

ভালো অভিনেতা মানেই কি সে ভালো মানুষ ? পরদায় হিরোর চরিত্র করা মানেই কি সে রিয়েল লাইফে হিরোর মতো কাজ করে ? কথা বললেন স্বরা ভাস্কর ।

Swara Bhaskar on human being
Swara Bhaskar on human being

By

Published : Dec 15, 2020, 2:10 PM IST

মুম্বই : স্বরা ভাস্করের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের কেমিস্ট্রি অনেকটা সাপ আর নেউলের মতো । সোশাল মিডিয়ায় তাঁদের ঝামেলা চলতেই থাকে । রাজনৈতিক আদর্শ থেকে শুরু করে মানসিকতা সবদিক থেকেই আলাদা এই দুই অভিনেত্রী । এই নিয়ে IANS-কে স্বরা ভাস্কর এক দীর্ঘ সাক্ষাৎকার দিলেন ।

প্রচলিত আছে, "একজন বড় শিল্পী হতে গেলে একজন ভালো মানুষ হতে হয়" । কঙ্গনা কি এই প্রবাদের উর্ধ্বে ? এই নিয়ে কী বললেন স্বরা ?

তিনি বললেন, "আমার মনে হয় না এতে কঙ্গনার কিছু করার আছে । এই প্রবাদটা নিয়ে সত্যিই ভাবার প্রয়োজন রয়েছে । ভালো অভিনেতা মানেই সে ভালো মানুষ নয় । অনস্ক্রিন হিরো মানেই সে অফস্ক্রিন হিরো না-ও হতে পারে । অভিনয় তো একটা পেশা মাত্র । সেটা দিয়ে মানুষটাকে বিচার করলে চলবে কেন ?"

স্বরাকে 'বি গ্রেড অভিনেত্রী' বা 'ডাউন মার্কেট'-এর মতো একাধিক অপমানজনক আক্রমণ করেছেন কঙ্গনা । স্বরাও পালটা দিয়েছেন তাঁকে । তবে সম্প্রতি কঙ্গনার নিশানায় দিলজিৎ দোসাঞ্জ । তাই স্বরা এখন তাঁর প্রায়োরিটি লিস্টের পিছনের সারিতে রয়েছেন । একটু এদিক ওদিক হলেই তিনি ফের চলে আসবেন কঙ্গনার নিশানায় ।

'তনু ওয়েডস মনু' ছবিতে কঙ্গনা ও স্বরা

স্বরা বললেন, "একজন শিল্পীর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে, সেগুলো কিন্তু তাঁর শিল্পে প্রতিফলিত না-ও হতে পারে । আমার একজন লেখকের লেখা খুব ভালো লাগত । তবে তার সঙ্গে দেখা হওয়ার পর ব্যক্তি মানুষটিকে আমার ভীষণ বিরক্তিকর মনে হয়েছিল । এটা হতেই পারে ।"

তাই কঙ্গনার থেকেও ভালো কিছু প্রত্যাশা করেন না স্বরা । বরং তিনি এটাই ভাবতে চান যে, একটা সময় তাঁদের মধ্যে মতের পার্থক্য হয়েছিল । তার বেশি আর কিছু নয় ।

ABOUT THE AUTHOR

...view details