পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Shocking : স্বামীর টুইটে সুশান্তের অ্যাম্বুলেন্স চালকের চাঞ্চল্যকর মন্তব্য - Subramanium Swami

বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রমনিয়াম স্বামীর শকিং টুইটে সামনে এল এক চাঞ্চল্যকর মন্তব্য । সুশান্ত সিং রাজপুতের অ্যাম্বুলেন্স চালকের দাবি যে, অভিনেতার দেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় নাকি তাঁর পা ভাঙা ছিল ।

Sushant singh rajput feet
Sushant singh rajput feet

By

Published : Aug 11, 2020, 9:33 AM IST

Updated : Aug 11, 2020, 3:08 PM IST

মুম্বই : সুশান্ত মামলায় প্রতিদিন নতুন নতুন তথ্য, প্রতিদিন নতুন নতুন জট । কেসের কিনারা হওয়ার পরিবর্তে তা আরও জটিল হচ্ছে একটু একটু করে । এবার শোনা গেল যে, সুশান্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নাকি তাঁর পা ভাঙা ছিল, দাবি চালকের ।

ডাক্তার R.C.কুপার মিউনিসিপাল হাসপাতালের যে পাঁচজন ডাক্তার সুশান্তের পোস্টমর্টেম করেছিলেন, তাঁদের নিশানা করে স্বামী একটি টুইট করেছেন । সুশান্তের অ্যাম্বুলেন্স চালকের বক্তব্য তুলে ধরে যেন কেসের জটিলতা আরও বাড়িয়ে দিয়েছেন তিনি ।

স্বামী লিখেছেন, "ডাক্তার R.C.কুপার মিউনিসিপল হাসপাতালের যে পাঁচজন ডাক্তার সুশান্তের পোস্টমর্টেম করেছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত কিনা সেটা CBI বুঝবে । যে অ্যাম্বুলেন্স চালক সুশান্তের দেহ হাসপাতালে নিয়ে গেছিলেন, তার বক্তব্য যে, SSR-এর পায়ের পাতা নাকি মুচড়ে ছিল, যেন তাঁর পা ভেঙে গেছিল ।"

স্বামী এরপর লিখেছেন যে, "কেসের জট ধীরে ধীরে খুলছে ।" কিন্তু জট খুলছে না জড়াচ্ছে সেটা সময় বলবে । দেখে নিন সুব্রমনিয়াম স্বামীর টুইট...

Last Updated : Aug 11, 2020, 3:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details