মুম্বই : প্রয়াত অভিনেত্রী কিশোরী বল্লাল । লেজেন্ডারি এই কন্নড় অভিনেত্রীর প্রয়াণে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল সিনেমা দুনিয়ার । 'স্বদেশ' ছবিতে শাহরুখের সঙ্গে অনস্ক্রিনে যোগ্য সঙ্গত করেছিলেন কিশোরী দেবী । আজ তাঁর মৃত্যুতে আবেগপ্রবণ শাহরুখ । সোশাল মিডিয়ায় তিনি শেয়ার করলেন নিজের অনুভূতি ।
শাহরুখ লিখেছেন, "ওঁর আত্মার শান্তি হোক । খুব মিস করব কিশোরী আম্মাকে । বিশেষ করে আমায় সিগারেট খেতে দেখলে উনি যেভাবে বকতেন আমায়.." 'স্বদেশ' ছবির একটি দৃশ্যও শেয়ার করেছেন অভিনেতা । সেখানে কিশোরী আম্মা শাহরুখের দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ।