মুম্বই : আজ প্রায় দু'মাস হয়ে গেল ইরফান খান আমাদের মধ্যে নেই । তাঁর ফ্যানেরাই এই মৃত্যু মেনে নিতে পারে না, তাহলে তাঁর পরিবারের মানুষগুলোর পক্ষে সেটা কতটা কঠিন হবে আন্দাজ করা যায় । স্ত্রী সুতপা এখনও কামিনী ফুলে গন্ধে ইরফানের ছোঁয়া পান ।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সুতপা । কামিনী গাছে রাশি রাশি সাদা ফুল ধরেছে । ছবির ক্যাপশনে সুতপা লিখেছেন আবেগঘন দু'টি হিন্দি লাইন..