পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"তুমি দত্তক সন্তান", শুনে কী প্রতিক্রিয়া ছিল সুস্মিতা-কন্যা রিনির? - Rohman Shawl

রিনি আর আলিসার সিঙ্গল মাদার সুস্মিতা সেন। তাঁর এই পদক্ষেপ অনুপ্রাণিত করে অজস্র অনুরাগীকে।

সুস্মিতা সেন

By

Published : Jun 3, 2019, 9:21 PM IST

মুম্বই : বায়োলজিকাল না অ্যাডপ্টেড? এই প্রশ্নের উত্তর যদি অ্যাডপ্টেড হয়, একজন বাচ্চার কাছে সেটা একটা ধাক্কা হতেই পারে। নিজের বাবা বা মা বলে যাঁদের মনে করছে সে, তাঁদের সঙ্গে তার কোনও রক্তের সম্পর্ক নেই, এটা মেনে নিতে একটু সময় লাগে সেই বাচ্চাটার। এটা প্রত্যেক বাবা-মাই একবাক্যে মেনে নেবেন। কিন্তু সত্যিটা গোপন করে রাখাও অন্য়ায়। দুটি সন্তানকে দত্তক নিয়ে কীভাবে তাদের সত্যিটা বলেছিলেন সুস্মিতা সেন? জানালেন অভিনেত্রী।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুস্মিতা বলেন, "আমরা একটা খেলা খেলছিলাম। কোনও শব্দের সঙ্গে তার বিপরীত শব্দটা বলতে হবে। সেই সময় আমি বায়োলজিকাল ও অ্যাডাপ্টেড শব্দদুটো বলি। সঙ্গে সঙ্গে রিনি আমায় জিজ্ঞাসা করে যে, "আমি কি দত্তক সন্তান?""

উত্তরটাও খুব ভেবেচিন্তে দিয়েছিলেন সুস্মিতা। তিনি বলেন, "হ্যাঁ। তুমি দত্তক সন্তান। কারণ বায়োলজিকাল একটা বোরিং বিষয়। তুমি স্পেশাল। মন থেকে চেয়েছি, তাই তোমার জন্ম হয়েছে।"

সুস্মিতা এই একই খেলা খেলেছিলেন তাঁর ছোটো মেয়ে আলিসার সঙ্গেও। এবং সৌভাগ্যবশত দুই ক্ষেত্রেই তিনি সফল হয়েছেন। এখন রিনি আর আলিসা দু'জনেই এটা ভেবেই খুশি যে, তারা স্পেশাল। এমনকি তারা তাদের বন্ধুদেরও এমনটাই বলেন, "তুই বায়োলজিকাল? তার মানে তুই বোরিং।"

ABOUT THE AUTHOR

...view details