মুম্বই : সুস্মিতা আর রোহমান দু'জনেই ফিটনেস ফ্রিক । শরীরচর্চার মধ্য়ে তাঁরা আনন্দ খুঁজে পান । একে অপরের সঙ্গে সময় কাটানোর সঙ্গে সঙ্গে শরীরের যত্নও নেওয়া হয় । সম্প্রতি ইনস্টাগ্রামে তেমনই একটা ভিডিয়ো শেয়ার করলেন সুস্মিতা সেন ।
ভিডিয়োতে রোহমানকে ভর করে পুরো পাখির মতো উড়ছেন যেন সুস্মিতা । রোহমানের প্রতি তাঁর বিশ্বাস ও নির্ভরতা যেন প্রতীকী রূপে ফুটে উঠেছে ভিডিয়োর মাধ্যমে । দু'জনেই যে শরীরচর্চাকে আর্টের স্তরে নিয়ে গেছেন, সেটাও বোঝা যাচ্ছে ।