পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুস্মিতার জন্মদিনের সেরা গিফ্ট দিয়া - সুস্মিতা সেনের খবর

সুস্মিতা সেনের জন্মদিনের সেরা গিফ্ট কী বলুন তো ? দিয়া মেহতা । কে এই দিয়া মেহতা ? সে হল সুস্মিতার মেয়ে রিনি অভিনীত প্রথম চরিত্র । শর্টফিল্ম 'সুট্টাবাজি'-দিয়ে অভিনয়ে হাতেখড়ি রিনির ।

Sushmita Sen daughter debut
Sushmita Sen daughter debut

By

Published : Nov 19, 2020, 9:27 PM IST

মুম্বই : জন্মদিনেই এল সুখবর । সুস্মিতা সেনের বড় মেয়ে রিনি এবার অভিনয়ে । মুক্তি পেল তাঁর প্রথম শর্টফিল্ম 'সুট্টাবাজি'-র ট্রেলার ।

সুস্মিতা নিজেই ট্রেলারটি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী হতে পারে তাঁর জন্য ? খুশিতে ডগমগ অবস্থা সুস্মিতার ।

রিনি

IANS-কে অভিনেত্রী রিনি বললেন, "আমার মা যে কোনও কাজে যোগ্যতা, পরিশ্রম আর নিজস্বতার গুরুত্ব বুঝিয়েছে আমায় । জানি 'সুট্টাবাজি' ছবিটা একটু অন্যরকম । বিশেষ করে প্রথম ছবি হিসেবে এমন একটা প্রজেক্টকে বেছে নেওয়া একটু অদ্ভুত । তবে আমি সবসময় নিজের মতো করে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম ।"

শুটিং করে দারুণ অভিজ্ঞতা রিনির । বিশেষ করে মায়ের জন্মদিনে তাঁর প্রথম ছবির ট্রেলার মুক্তি পাওয়ায় আরও উচ্ছ্বসতি তিনি । তাঁর অভিনীত দিয়া মেহতা চরিত্রটি কতটা মন কাড়বে দর্শকের ? তার উত্তর দেবে সময় ।

দেখে নিন ট্রেলার...

ABOUT THE AUTHOR

...view details