পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার সুস্মিতা-কন্যা রেনের সঙ্গে 'তারে জ়মিন পর'-এর ইশান - দর্শিল সাফারি

সুস্মিতা সেনের মেয়ে রেনে সেনের সঙ্গে 'তারে জ়মিন পর'-এর ইশান অর্থাৎ দর্শিল সাফারি । ব্যাপারখানা কী ?

Taare Zamin par actor darshil safari with sushmita sen daughter
Taare Zamin par actor darshil safari with sushmita sen daughter

By

Published : Jan 30, 2021, 3:25 PM IST

মুম্বই : 'সুট্টাবাজি' শর্টফিল্ম দিয়ে অভিনয় ক্যারিয়ারে হাতেখড়ি হয়েছে রেনে সেনের । এবার তাঁর পাইপলাইনে একটি আস্ত ফিল্ম । সঙ্গে 'তারে জ়মিন পর' খ্যাত দর্শিল সাফারি ।

শোনা যাচ্ছে কবীর খুরানা পরিচালিত 'ড্রামাইয়ামা' ছবিতে একসঙ্গে অভিনয় করছেন দর্শিল ও রেনে । এখনও এই প্রসঙ্গে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি যদিও ।

দর্শিলের মতো অভিনেতার সঙ্গে কাজ করে আরও 'পরিণত' অভিনেত্রী হতে পারবেন বলে ধারণা রেনের । দর্শিলের সঙ্গে কাটানো সময়টা তিনি সারাজীবন মনে রাখবেন...সোশাল মিডিয়ায় পোস্টে লিখেছেন সুস্মিতা-কন্যা ।

তিনি লিখেছেন, "তুমি দয়ালু, মজাদার, হেল্পফুল এবং একজন দারুণ বন্ধু । ক্যারিয়ারের শুরুতেই তোমার সঙ্গে কাজ করতে পেরে খুব খুশি আমি । এটা আমায় একজন পরিণত মানুষ ও অভিনেত্রী হয়ে উঠতে সাহায্য করবে ।"

দেখে নিন রেনের পোস্ট...

'তারে জ়মিন পর'-এর পর তেমন কোনও নজরকাড়া কাজ করেননি দর্শিল । তাঁর মতো প্রতিভাবান অভিনেতা, যিনি অত ছোটো বয়সেই আমির খানকে অভিনয়ে টক্কর দিয়েছিলেন, কোথায় যেন হারিয়ে গেছেন ।

'ড্রামাইয়ামা' হয়তো আবার একবার সেই অভিনেতাকে সবার সামনে বের করে আনবে, আশা করা যায় ।

ABOUT THE AUTHOR

...view details