মুম্বই : 'সুট্টাবাজি' শর্টফিল্ম দিয়ে অভিনয় ক্যারিয়ারে হাতেখড়ি হয়েছে রেনে সেনের । এবার তাঁর পাইপলাইনে একটি আস্ত ফিল্ম । সঙ্গে 'তারে জ়মিন পর' খ্যাত দর্শিল সাফারি ।
শোনা যাচ্ছে কবীর খুরানা পরিচালিত 'ড্রামাইয়ামা' ছবিতে একসঙ্গে অভিনয় করছেন দর্শিল ও রেনে । এখনও এই প্রসঙ্গে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি যদিও ।
দর্শিলের মতো অভিনেতার সঙ্গে কাজ করে আরও 'পরিণত' অভিনেত্রী হতে পারবেন বলে ধারণা রেনের । দর্শিলের সঙ্গে কাটানো সময়টা তিনি সারাজীবন মনে রাখবেন...সোশাল মিডিয়ায় পোস্টে লিখেছেন সুস্মিতা-কন্যা ।