মুম্বই : এক বছর আগেই চারু আসোপার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সুস্মিতা সেনের ভাই রাজীব । আর এর মধ্যেই নাকি অশান্তি দেখা দিয়েছে তাঁদের বৈবাহিক সম্পর্কে । এতটাই ঝামেলা হচ্ছে যে বিয়ে টিকিয়ে রাখাই প্রায় দায় হয়ে দাঁড়িয়েছে তাঁদের দু'জনের পক্ষে । আর সেই কারণেই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তাঁরা । কানাঘুষো অবশ্য এমন খবরই শোনা যাচ্ছে । যদিও বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেননি রাজীব ।
শোনা যাচ্ছিল যে সম্পর্কের তিক্ততার জেরেই এখন আর একসঙ্গে থাকেন না এই দম্পতি । যদিও এটাকে ভুয়ো খবর বলেই উড়িয়ে দেন রাজীব । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে । একসঙ্গে না থাকার বিষয়টি হেসে উড়িয়ে দেন তিনি । বলেন, "কেন আমাকে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হবে ? আমার তিনটি বাড়ি রয়েছে । একটি দিল্লি, একটি মুম্বই ও একটি দুবাইতে । আমার মনে হয় কেউ চারুর ব্রেনওয়াশ করেছে । কারণ ও খুবই সাধারণ একটা মেয়ে ।"