মুম্বই : লকডাউনে তারকারা বাড়িতে বন্দী । তার মধ্যেও ফ্যানেদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন তাঁরা । কীভাবে ? সোশাল মিডিয়ার মাধ্যমে । সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন সুস্মিতা সেন, তাঁর বয়ফ্রেন্ড রোমান শল ও দুই মেয়ে রিনি আর আলিসা । সেখানে এক ফ্যান প্রশ্ন করেন যে, কবে বিয়ে করছেন তাঁরা ?
ফ্যানের এই প্রশ্নতে একচোট হেসে নেন সুস্মিতা । তারপর রোমানের দিকে ফিরে বলেন, "এই প্রশ্নটা তোমার জন্য ।" তাহলে কি রোমানের 'হ্যাঁ' বলার অপেক্ষাতে সুস্মিতা ? সেই কারণেই কি আটকে রয়েছে বিয়ে ? প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহলে ।
মডেল রোমানের সঙ্গে সুস্মিতা কখনই তাঁর সম্পর্ক অস্বীকার করেননি । তাঁর দুই মেয়ের সঙ্গে রোমানের কেমিস্ট্রিও বারে বারে প্রকাশ্যে এনেছেন তিনি । তবে বিয়ের ব্যাপারে এখনও সেভাবে মুখ খোলেননি সুস্মিতা বা রোমান কেউই ।
কোয়ারেন্টাইনে থেকে কী উপলব্ধি সুস্মিতার ? উত্তরে অভিনেত্রী বলেন, "আমায় যদি কেউ জিজ্ঞাসা করে যে, আমি কোন জিনিসটা সবথেকে বেশি মিস করছি, তাহলে সেটা কাজ । আমি কাজ করাটাকে মিস করছি । আমার মনে হয় না পৃথিবী লকডাউনে থেকে বাঁচতে পারবে । আমাদের জীবনের একটা উদ্দেশ্য থাকা চাই ।"
এই মে মাসেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, আশা সুস্মিতার ।