মুম্বই : সালটা ২০১৪। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সুস্মিতা সেন। তখন তিনি সৃজিত মুখার্জির ছবি 'নির্বাক'-এ কাজ করছেন। জানতে পারলেন কঠিন অসুখ তাঁর। কিন্তু, দু'বছরে ফিরে এসেছেন স্বাভাবিক ছন্দে। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথাই জানালেন অভিনেত্রী।
সুস্মিতা বলেন, "২০১৪ সালে আমার বাংলা ছবি নির্বাকের কাজ করছিলাম, তখন হঠাৎই অসুস্থ হয়ে পড়ি। বুঝতে পারি যে অ্যাড্রিনাল গ্রন্থ কর্টিসল উৎপাদন হচ্ছে না। জ্ঞান হারাতে গিয়েও সামলে নিয়েছে। কারণ, এর আগে আমার এমন অসুখ হয়েছিল। চিকিৎসকরা আমাকে স্টেরয়ড নিতে পরামর্শ দেন।"
এর পরের দু'বছর বেশ স্ট্রাগেলের মধ্যে দিয়ে যেতে হয় সুস্মিতাকে। একদিকে অসুস্থতার প্রভাব পড়তে থাকে তাঁর উপর। অন্য়গিকে প্রতি আট ঘণ্টা অন্তর হাইড্রোকর্টিসোন নামে একটি হরমোন নিতে হয়। সেই হরমোন তাঁর দেহে তৈরি হওয়া বন্ধ করে দিয়েছিল বলে জানান অভিনেত্রী।
তাঁর কথায়, "এর মাঝের দু'বছর আমি আতঙ্কে কাটিয়েছি।" লন্ডন ও জার্মানিতে দীর্ঘদিন চিকিৎসাও করিয়েছেন তিনি। এমনকী বেঁচে থাকার কারণ নিয়েও নিজেই প্রশ্ন তুলতে থাকেন।
এখানেই শেষ নয়, কীভাবে ফিরে এলেন সুস্মিতা ? সেকথাও জানান সাক্ষাৎকারে। তিনি জানান যে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে তিনি যোগাকেই বেছে নেন।