পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পরদায় সুস্মিতার চমকপ্রদ কামব্যাক - সুস্মিতা সেনের খবর

পাঁচ বছর পর ফের পরদায় কামব্যাক সুস্মিতা সেনের । ডিজ়নি প্লাস হটস্টারের অরিজিনাল ওয়েব সিরিজ় 'আর্য্যা' দিয়ে চমকপ্রদ প্রত্যাবর্তন অভিনেত্রীর ।

Sushmita Sen comeback
Sushmita Sen comeback

By

Published : Jun 6, 2020, 7:30 PM IST

মুম্বই : সৃজিত মুখার্জির 'নির্বাক' ছবিতে শেষ দেখা গেছিল সুস্মিতা সেনকে । তারপর পাঁচ বছরের বিরতি । ফ্যানেরা উদগ্রীব হয়েছিলেন তাঁকে ফের পরদায় দেখার জন্য । সুযোগ করে দিল ডিজ়নি প্লাস হটস্টার ।

এই ওয়েব প্ল্যাটফর্মে 'আর্য্যা' নামে এক ওয়েব সিরিজ়ের মাধ্যমে পরদায় কামব্যাক করতে চলেছেন সুস্মিতা । আজই মুক্তি পেল এই সিরিজ়ের ট্রেলার ।

সিরিজ়ের দৃশ্য

এই সময় দাঁড়িয়ে ক্রাইম থ্রিলারই সিনেপ্রেমীদের মনে রাজত্ব করছে । ব্যতিক্রম নয় 'আর্য্যা'-ও । টানটান চিত্রনাট্যে তীব্র গতি আর টেনশন নিয়েই দেখতে হবে এই ওয়েব সিরিজ় । ট্রেলারে তার আঁচ পাওয়া গেল ।

সিরিজ়ের দৃশ্য

আর সুস্মিতা সেন তাঁর চিরাচরিত আত্মবিশ্বাসী ও বোল্ড অবতারে । তাঁকে দেখাটা অবশ্যই একটা ভিজ়ুয়াল ট্রিট দর্শকের জন্য । সুস্মিতা ছাড়াও এই সিরিজ়ে রয়েছেন নমিত দাস, মনীষ চৌধুরি, সিকন্দর খের, বিনোদ রাওয়াতের মতো অভিনেতারা ।

দেখে নিন ট্রেলার...

ABOUT THE AUTHOR

...view details